প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ?
A
পুরষ্কার
B
নিষ্প্রভ
C
নিষ্পন্দ
D
নিষ্তব্ধ
উত্তরের বিবরণ
✅ শুদ্ধ বানান
-
নিষ্প্রভ (অর্থ: প্রভাহীন, অনুজ্জ্বল)
-
পুরস্কার (অশুদ্ধ: পুরষ্কার)
-
নিস্পন্দ (অশুদ্ধ: নিষ্পন্দ)
-
নিস্তব্ধ (অশুদ্ধ: নিষ্তব্ধ)
📌 বানানের নিয়ম (বিসর্গ + ধ্বনি → ‘স’ বা ‘ষ’)
১. বিসর্গ + অ-ধ্বনি → সাধারণত ‘স’ যুক্ত হয়
উদাহরণ:
-
পুরঃ + কার → পুরস্কার
-
নমঃ + কার → নমস্কার
-
তিরঃ + কার → তিরস্কার
-
বনঃ + পতিঃ → বনস্পতি
২. বিসর্গ + ই-ধ্বনি → সাধারণত ‘ষ’ যুক্ত হয়
উদাহরণ:
-
বহিঃ + কার → বহিষ্কার
-
নিষ্ + কলঙ্ক → নিষ্কলঙ্ক
-
পরিঃ + স্পষ্ট → পরিষ্কার
-
নিষ্ + ফল → নিষ্ফল
-
নিষ্ + প্রভ → নিষ্প্রভ
-
জ্যোতিঃ + স্ক → জ্যোতিষ্ক
৩. তবে স্প / স্ত / স্থ থাকলে → ‘ষ’ হয় না
উদাহরণ:
-
নিস্পন্দ (না যে নিষ্পন্দ)
-
নিস্তব্ধ (না যে নিষ্তব্ধ)
-
দুস্থ (না যে দুষ্থ)
👉 অর্থাৎ, সহজভাবে মনে রাখার কৌশল:
-
অ-যুক্ত → স
-
ই-যুক্ত → ষ
-
স্প / স্ত / স্থ → স (না যে ষ)

0
Updated: 2 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
দোর্গা
B
দোর্গ
C
দূর্বল
D
দুরন্ত
সঠিক উত্তর: ঘ) দুরন্ত ✅
বাংলা ভাষায় অনেক শব্দের প্রচলিত রূপ থাকলেও সবগুলো শুদ্ধ নয়।
-
ক) দোর্গা ❌ → শুদ্ধ বানান হবে দরজা।
-
খ) দোর্গ ❌ → এরকম কোনো শুদ্ধ শব্দ নেই।
-
গ) দূর্বল ❌ → শুদ্ধ বানান হবে দুর্বল (এখানে "উ" নয়, "উ" স্বরবর্ণ ব্যবহার ভুল)।
-
ঘ) দুরন্ত ✅ → এটি শুদ্ধ বানান, অর্থ "অসংযত, অশান্ত, দুঃসাহসী"।
তাই শুদ্ধ বানান হলো দুরন্ত।

0
Updated: 1 month ago
কোনটি সঠিক বানান?
Created: 2 months ago
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
নিশীথিনী, দূরীভূত, তিতিক্ষা, মুহূর্ত, মুমূর্ষু, মুহুর্মুহ বিভীষিকা, বাল্মীকি, সংশপ্তক, অধোগতি, মনীষী ইত্যাদি।

0
Updated: 2 months ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 2 days ago
A
ত্রিবেণি
B
চণ্ডালিক
C
বিদ্যান
D
উৎকর্ষতা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে, সঠিক বানান ও অর্থ নির্ধারণ ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করে। নিচে কিছু শব্দের শুদ্ধ-অশুদ্ধ রূপ ও তাদের অর্থ দেওয়া হলো—
-
সঠিক বানান: ত্রিবেণি
অর্থ: গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীত্রয়ের সংগমস্থল, অর্থাৎ প্রয়াগ।
অন্যদিকে, নিচের শব্দগুলোর শুদ্ধ ও অশুদ্ধ রূপ—
-
অশুদ্ধ: চণ্ডালিক শুদ্ধ: চণ্ডালিকা
-
অশুদ্ধ: বিদ্যান শুদ্ধ: বিদ্বান
-
অশুদ্ধ: উৎকর্ষতা শুদ্ধ: উৎকর্ষ

0
Updated: 2 days ago