A
ধ্বনিতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
রূপতত্ত্বে
D
অর্থতত্ত্বে
উত্তরের বিবরণ
খুব সুন্দরভাবে সাজিয়েছো ✅
তোমার দেওয়া তথ্য অনুযায়ী মূল বিষয়গুলো দাঁড়ায় এভাবে—
ব্যাকরণের প্রধান শাখা (আলোচ্য বিষয়ভাগ)
১. ধ্বনিতত্ত্ব
২. রূপতত্ত্ব
৩. বাক্যতত্ত্ব
৪. অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়সমূহ
-
ধ্বনি
-
বর্ণ
-
ধ্বনির উচ্চারণ প্রণালি
-
উচ্চারণের স্থান
-
ধ্বনি পরিবর্তন
-
লোপ, ষত্ব ও ণত্ব বিধান
-
সন্ধি
অর্থাৎ, ‘সন্ধি’ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
তুমি চাইলে আমি সন্ধি কী, তার প্রকারভেদ ও উদাহরণও সংক্ষেপে সাজিয়ে দিতে পারি। চাও কি আমি সেটা করে দিই?

0
Updated: 2 weeks ago
‘মনস্তাপ’- এর সন্ধিবিচ্ছেদ –
Created: 4 weeks ago
A
মন + তাপ
B
মনস + তাপ
C
মনো + তাপ
D
মনঃ + তাপ
মনস্তাপ = মনঃ+তাপ। বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়। যেমন: র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি। স্-জাত বিসর্গ: সরস্ >সরঃ; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
নিচের কোন শব্দটি প্রমিত বানানে ভুল?
Created: 2 weeks ago
A
রূপালি
B
হেঁয়ালি
C
মিতালী
D
বর্ণালি
‘-আলি’ প্রত্যয়যুক্ত শব্দের বানান নিয়ম (বাংলা একাডেমি প্রমিত)
মূল নিয়ম:
-
'-আলি' দ্বারা সমাপ্ত সব শব্দে ই-কার ব্যবহার হবে।
-
অর্থাৎ, আলিফের পরিবর্তে ই-কার গ্রহণ করা হবে।
উদাহরণ:
অশুদ্ধ বানান | শুদ্ধ বানান |
---|---|
মিতালী | মিতালি |
সোনালী | সোনালি |
বর্ণালি | বর্ণালি |
খেয়ালি | খেয়ালি |
রূপালি | রূপালি |
হেঁয়ালি | হেঁয়ালি |
বিঃদ্রঃ এখানে বানান সংশোধনের মূল ভিত্তি হলো ই-কার ব্যবহার।

0
Updated: 2 weeks ago
"কবাট > কপাট" - কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
Created: 2 weeks ago
A
অভিশ্রুতি
B
বিষমীভবন
C
সমীভবন
D
ব্যঞ্জন বিকৃতি
ব্যঞ্জনবিকৃতি (Consonant Mutation)
সংজ্ঞা:
শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জনবিকৃতি বলা হয়।
উদাহরণ:
-
শাক → শাগ
-
কবাট → কপাট
-
ধাইমা → দাইমা
সূত্র:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 weeks ago