মানবকোষে অক্সিজেন পরিবহন হয় কোনটির মাধ্যমে? 

Edit edit

A

ফুসফুস 

B

হৃৎপিণ্ড 

C

যকৃত 

D

রক্ত

উত্তরের বিবরণ

img

❖ মানবদেহে রক্ত সংবহন

রক্ত হলো জীবনের প্রধান বাহক। এটি রক্তনালির মাধ্যমে দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবাহিত হয় এবং কোষগুলোর প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করে। এর ফলে দেহের সব কোষ সজীব ও কর্মক্ষম থাকে।

এই কাজগুলো সম্পন্ন হয় একটি বিশেষ তন্ত্রের মাধ্যমে, যাকে রক্ত সংবহনতন্ত্র বলা হয়। এই তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের প্রতিটি অঙ্গে খাদ্য ও অক্সিজেন পৌঁছে দেয় এবং বর্জ্য পদার্থ সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে দেয়।

মানবদেহে রক্তপ্রবাহ কেবল হৃৎপিণ্ড ও রক্তনালির ভেতরেই সীমাবদ্ধ থাকে, এটি কখনো দেহের বাইরে আসে না। এই ধরণের সংবহন প্রক্রিয়াকে বলা হয় বদ্ধ সংবহনতন্ত্র (Closed circulatory system)।

মানবদেহে রক্ত সারা দেহে একবার সম্পূর্ণ পরিভ্রমণ করতে মাত্র এক মিনিট বা তারও কম সময় নেয়, যা এই তন্ত্রের কার্যকারিতা ও দক্ষতার পরিচায়ক।

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD