NIPORT কী?
A
নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
B
আবহাওয়া বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
C
জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
D
বাণিজ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
উত্তরের বিবরণ
NIPORT (National Institute of Population Research and Training)
-
প্রতিষ্ঠিত: ১৯৭৭, স্থান: ঢাকার আজিমপুর
-
কার্যক্রম: বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ
-
অধীন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
-
উদ্দেশ্য: জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি

0
Updated: 2 months ago
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঈশ্বরদী, পাবনা
B
চাটমোহর, পাবনা
C
ভাঙ্গুড়া, পাবনা
D
সাঁথিয়া, পাবনা
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- পাকিস্তান আমলে ১৯৫১ সালে প্রথম ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে এ কেন্দ্রটিকে শিল্প মন্ত্রণালয়ের অধীন তৎকালীন বাংলাদেশ চিনিকল সংস্থার নিকট হস্তান্তর করা হয়।
- এ সংস্থাটি ১৯৭৪ সালে ‘‘ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট’’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে।
- মূলত এ ইন্সটিটিউট হতে দু’ধরনের কাজ সম্পাদিত হয়,
(ক) ইক্ষুর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা কৌশল উদ্ভাবন।
(খ) উদ্ভাবিত উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশলসমূহ ইু চাষীদের মধ্যে বিস্তার ঘটানো।

0
Updated: 1 month ago
'ইরাটম' কোন ফসলের উন্নত জাত?
Created: 1 month ago
A
গম
B
ধান
C
ভুট্টা
D
তামাক
বিভিন্ন ফসলের উন্নত জাত
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ
-
আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মોહনভোগ
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
-
মরিচ: যমুনা
-
বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা
-
তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ
-
আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 1 month ago
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 4 weeks ago
A
গাজীপুর
B
পাবনা
C
ঢাকা
D
দিনাজপুর
BWMRI:
-
পূর্ণরূপ: Bangladesh Wheat and Maize Research Institute (বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট)
-
প্রতিষ্ঠিত: ২০১৭ সালে
-
বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণার একমাত্র প্রতিষ্ঠান
-
প্রধান কার্যালয়: দিনাজপুর, নশিপুর
-
পূর্বে গম ও ভুট্টা গবেষণা করত: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
-
BWMRI, BARI থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়

0
Updated: 4 weeks ago