বাংলাদেশের কোন জেলায় মনিপুরী উপজাতি বসবাস করে?
A
মৌলভীবাজার
B
জামালপুর
C
কুষ্টিয়া
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
মণিপুরী আদিবাসী বাংলাদেশে:
-
প্রধান বসতি: সিলেট বিভাগ
-
জেলার বিশেষ স্থানসমূহ: মৌলভীবাজার (কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা)
-
অন্যান্য এলাকা: সিলেট শহর ও শহরতলি, হবিগঞ্জ (চুনারঘাট), সুনামগঞ্জ (ছাতক)
-
ইতিহাস: ১৮১৯-১৮২৫ মণিপুর-বার্মা যুদ্ধের সময় মণিপুর থেকে বাংলাদেশে আগমন
-
স্থায়ী বসতি: মীর্জাজাঙ্গালে প্রাসাদ নির্মাণ

0
Updated: 2 months ago
ওরাওঁ মূলত বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
Created: 2 months ago
A
পার্বত্য চট্টগ্রাম
B
বরেন্দ্র অঞ্চল
C
উপকূলীয় অঞ্চল
D
উপরের কোনটি নয়
ওরাওঁ:
-
বাংলাদেশের একটি আদিবাসী নৃগোষ্ঠী।
-
প্রধান বসবাস এলাকা: বরেন্দ্র অঞ্চল – উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল (রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা)।
-
অন্যান্য বসবাস এলাকা: কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী।
-
সম্প্রতি ছড়িয়ে পড়েছে: গাজীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার।
-
ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও ওরাওঁ সম্প্রদায় ছড়িয়ে পড়েছে।

0
Updated: 2 months ago
রাখাইন জনগোষ্ঠী প্রধানত কোথায় বসবাস করে?
Created: 3 weeks ago
A
কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা
B
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা
C
রংপুর, দিনাজপুর, লালমনিরহাট
D
খুলনা, যশোর, মাগুরা
রাখাইন হলো বাংলাদেশ ও মায়ানমারের একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, যাদের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ। তারা মূলত উপকূলীয় অঞ্চলে বসতি স্থাপন করেছে এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে।
-
রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম।
-
তারা মগ নামেও পরিচিত।
-
আঠারো শতকের শেষে আরাকান থেকে তারা বাংলাদেশে এসে কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
-
বর্তমানে রাখাইন সম্প্রদায়ের প্রধান বসবাস কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়।
-
এছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে তাদের বসতি রয়েছে।
-
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন জনগোষ্ঠীর বসতি রয়েছে।
-
‘রাখাইন’ শব্দটির উৎস পলি ভাষা।
-
ঐতিহাসিক তথ্যানুসারে, ১৭৮৪ সালে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইনদের আগমন ঘটে।
উৎস:

0
Updated: 3 weeks ago
পাঙন সম্প্রদায় বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশ হিসেবে পরিচিত?
Created: 2 months ago
A
খাসিয়া
B
মারমা
C
মণিপুরী
D
হাজং
মণিপুরী নৃগোষ্ঠী – পাঙন সম্প্রদায় (বাংলাদেশ)
-
মূল শাখা: মণিপুরী নৃগোষ্ঠীর একটি শাখা
-
ইতিহাস: বার্মা-মণিপুর যুদ্ধ (১৮১৯–১৮২৫) পর ভারতের মণিপুর ও বাংলাদেশের পার্বত্য এলাকায় আগমন
-
বাংলাদেশে শাখা:
-
বিষ্ণুপ্রিয়া
-
মৈতৈ
-
পাঙন
-
-
ভাষা: মৈতৈ ভাষা (আর্য বংশ হলেও মৈতৈ ভাষায় কথা বলে)
-
ধর্ম: ইসলাম
-
বৈশিষ্ট্য: ভাষাগতভাবে মৈতৈদের অনুরূপ, তবে ধর্মীয়ভাবে আলাদা; সংস্কৃতির দিক থেকে মণিপুরী ঐতিহ্যের অংশ
সূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ

0
Updated: 2 months ago