The least number by which 108 must be multiplied to make it a perfect square is-
A
2
B
5
C
3
D
4
উত্তরের বিবরণ
Question: The least number by which 108 must be multiplied to make it a perfect square is-
Solution:
একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে তার মৌলিক গুণনীয়কগুলোকে অবশ্যই জোড় সংখ্যায় (even power) থাকতে হবে।
108 = 2 × 2 × 3 × 3 × 3
= 22 × 33
জোড়া গঠন করে পাই,(2 × 2) × (3 × 3) × 3
এখানে জোড়া বিহীন সংখ্যা 3
∴ 108 কে 3 দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে।

0
Updated: 2 months ago
একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
12
B
15
C
18
D
24
প্রশ্ন: একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
সমাধান:
একবার খেলার জন্য প্রতিযোগী প্রয়োজন = 2 জন
∴ 6 জন প্রতিযোগীর মধ্যে মোট খেলা = 6C2
= (6 × 5 × 4!)/(2! × 4!)
= (6 × 5)/(2 × 1)
= 15

0
Updated: 1 month ago
x2 = √5x - 1 হলে x3 + (1/x)3 এর মান কত?
Created: 1 month ago
A
2√5
B
3√5
C
4√5
D
5√5
গণিত
অঙ্কবাচক সংখ্যা
বীজগণিত (Algebra)
বীজগণিতীয় রাশিমালা (Algebraic expressions)
বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ (Addition, subtraction, multiplication and division of algebraic expressions)
সংখ্যা পদ্ধতি (Number System)
প্রশ্ন: x2 = √5x - 1 হলে x3 + (1/x)3 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x2 = √5x - 1
⇒ (x2/x) = (√5x - 1)/x [উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে]
⇒ x = (√5x/x) - (1/x)
⇒ x = √5 - (1/x)
⇒ x + (1/x) = √5
∴ x3 + (1/x)3
= {x + (1/x)}3- 3x(1/x){x + (1/x)}
= (√5)3 - 3√5
= 5√5 - 3√5
= 2√5

0
Updated: 1 month ago
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
Created: 5 months ago
A
২০
B
১৬
C
২৪
D
১৮

0
Updated: 5 months ago