জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২ অনুসারে, বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
A
বরিশাল
B
রাঙ্গামাটি
C
কক্সবাজার
D
বান্দরবান
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনার পটভূমি:
-
২০১৩ সালের পরিসংখ্যান আইনের অধীনে ‘আদমশুমারি’কে ‘জনশুমারি’ নামে পরিচিত করা হয়।
-
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
-
১৯৮১ সালে দ্বিতীয় জনশুমারি, পঞ্চম জনশুমারি ২০১১ সালে অনুষ্ঠিত।
-
২০২২ সালের জুনে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রধান তথ্য:
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিলোমিটার
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
জনসংখ্যার ঘনত্বের বৈচিত্র্য:
-
সর্বাধিক ঘনত্ব:
-
বিভাগ: ঢাকা – ২,১৫৬ জন/বর্গকিমি
-
জেলা: ঢাকা – ১০,০৬৭ জন/বর্গকিমি
-
-
সর্বনিম্ন ঘনত্ব:
-
বিভাগ: বরিশাল – ৬৮৮ জন/বর্গকিমি
-
জেলা: রাঙ্গামাটি – ১০৬ জন/বর্গকিমি
-
সূত্র: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।

0
Updated: 2 weeks ago
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?
Created: 5 days ago
A
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
B
ছাত্রলীগ
C
তমদ্দুন মজলিশ
D
রাষ্ট্রভাষা বাংলা কমিটি
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ভাষা আন্দোলন
No subjects available.
ভাষা আন্দোলন
-
প্রথম সংগঠন:
-
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ছিল তমদ্দুন মজলিশ।
-
এটি ছিল ইসলামী আদর্শভিত্তিক একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
-
-
প্রাসঙ্গিক ইতিহাস:
-
ভাষা আন্দোলন মূলত ছিল বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
-
১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় প্রথম উর্দু বনাম বাংলা বিতর্ক দেখা দেয়।
-
১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিলে, শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর প্রবল বিরোধিতা করেন।
-
ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করেছিল তমদ্দুন মজলিশ।
-
-
গুরুত্ব:
-
বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ধাপ ছিল ভাষা আন্দোলন।
-
এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ও বিকাশ ঘটে।
-
ভাষা আন্দোলনের সূচনা হয় ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
-
📖 তথ্যসূত্র:
বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি; বাংলাপিডিয়া।

0
Updated: 5 days ago
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কে?
Created: 5 days ago
A
অলি আহাদ
B
কাশেম আলী
C
গাজীউল হক
D
তোফাজ্জল হোসেন
বাংলাদেশ বিষয়াবলি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - গান
একুশে ফেব্রুয়ারী, ১৯৫২
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
একুশে ফেব্রুয়ারির ঘটনাবলি (১৯৫২)
-
তারিখ ও দিন: ২১ ফেব্রুয়ারি ১৯৫২, বৃহষ্পতিবার (৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ)।
-
জমায়েত: পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা জমায়েত হতে থাকে।
-
বিধিনিষেধ: সরকার ১৪৪ ধারা জারি করায় ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুজন দুজন করে বিশ্ববিদ্যালয়ে আসে।
-
ছাত্রসভা: বেলা ১১টায় সভা শুরু হয়। ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
-
সভাপতিত্ব: গাজীউল হক
-
বক্তৃতা: শামসুল হক, মোহাম্মদ তোয়াহা, কাজী গোলাম মাহবুব, খালেক নেওয়াজ, আবদুল মতিন
-
সভাপতি ১০ জনকে ১৪৪ ধারা ভঙ্গের নির্দেশ দেন।
-
-
প্রতিরোধ: পুলিশ মিছিলকারীদের উপর লাঠিচার্জ এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
-
অবস্থান: মেডিকেল হোস্টেলের প্রধান ফটকের কাছে ছাত্ররা জমায়েত হয়। এখানে জগন্নাথ হলের অডিটোরিয়াম ছিল, যেখানে পূর্ববাংলা আইন পরিষদের অধিবেশন চলছিল।
-
উদ্দেশ্য: ছাত্ররা চাইছিলেন অধিবেশনে যোগদানকারী সদস্যদের কাছে বাংলাকে রাষ্ট্রভাষা করার সুপারিশ পৌঁছে দিতে।
-
বিবাদ: ছাত্ররা শ্লোগান দিতে থাকলে পুলিশ তাদের তাড়া করে। প্রতিবাদে ছাত্ররা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে।
-
শহিদ ও আহত:
-
ঘটনাস্থলেই শহীদ: আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমদ
-
আহত: প্রায় ১৭ জন, রাত ৮টায় আবুল বরকত শহীদ হন
-
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), দৈনিক ইত্তেফাক (২১ ফেব্রুয়ারি ২০২১)

0
Updated: 5 days ago
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 2 weeks ago
A
চট্টগ্রাম
B
বরিশাল
C
ঢাকা
D
রাজশাহী
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
সময়কাল: ১৫–২১ জুন ২০২২
-
পদ্ধতি:
-
তথ্য সংগ্রহে → CAPI (Computer Assisted Personal Interview)
-
গণনা → Modified De-facto
-
-
জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন/বর্গকিমি
-
সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকা বিভাগে
-
সবচেয়ে কম মানুষ বাস করে: বরিশাল বিভাগে
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ বিভাগ: ঢাকা

0
Updated: 2 weeks ago