বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে?
A
১৩৬তম
B
১৪৫তম
C
১২৬তম
D
১৩৯তম
উত্তরের বিবরণ
বাংলাদেশ ও জাতিসংঘ
-
যোগদানের তারিখ: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
-
সদস্যতা: ১৩৬তম সদস্য রাষ্ট্র
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্যতা: ১৯৭৬ ও ১৯৮১ সালে (দুই মেয়াদ, চার বছরের জন্য)
-
সাধারণ পরিষদের সভাপতিত্ব: ৪১তম সাধারণ পরিষদে (১৯৮৬-৮৭) – হুমায়ুন রশিদ চৌধুরী
-
নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য: ১৯৭৯-১৯৮০ ও ২০০০-২০০১ মেয়াদে
সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম), পত্রিকা রিপোর্ট

0
Updated: 2 months ago
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে ভাষণ প্রদান করেন কবে? (আগস্ট, ২০২৫)
Created: 2 months ago
A
২৬ সেপ্টেম্বর, ২০২৪
B
২৭ সেপ্টেম্বর, ২০২৪
C
২৮ সেপ্টেম্বর, ২০২৪
D
২৯ সেপ্টেম্বর, ২০২৪
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি
-
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ অধিবেশনে ভাষণ প্রদান করেন।
-
২৭ সেপ্টেম্বর ২০২৪, নিউ ইয়র্কের স্থানীয় সময়, জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ প্রদান করেন।
-
তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেন।
-
সফরে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকও করেন।

0
Updated: 2 months ago
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
Created: 1 month ago
A
দ্যাগ হ্যামারশোল্ড
B
পল-হেনরি স্পাক
C
ট্রিগভেলী
D
লেস্টার বি. পিয়ারসন
জাতিসংঘ সাধারণ পরিষদ (UN General Assembly)
-
প্রকৃতি: জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা
-
সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ
-
আইনগত ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (ধারা ৯–২২)
-
অধিবেশন: বার্ষিক সাধারণ অধিবেশন, সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রথম অধিবেশন:
-
তারিখ: ১০ জানুয়ারি, ১৯৪৬
-
স্থান: লন্ডন
-
প্রতিনিধি: ৫১টি দেশ
-
সভাপতি: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক
-

0
Updated: 1 month ago
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করবেন -
Created: 1 month ago
A
ফিলেমন ইয়াং
B
আনালেনা বায়েরবক
C
ভোলকান বোজকার
D
মেরি রবিনসন
জাতিসংঘের সাধারণ পরিষদ হলো জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
সদস্য সংখ্যা: ১৯৩টি
-
বাৎসরিক অধিবেশন: সাধারণ অধিবেশন
-
সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে, যার মধ্যে সাধারণত প্রধান প্রতিনিধি (রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকে
-
প্রয়োজন অনুযায়ী আরও প্রতিনিধির অনুমতি পাওয়া যেতে পারে, তবে ৫ জনের বেশি নয়
-
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি:
-
৮০তম অধিবেশন (২০২৫): আনালেনা বায়েরবোক (Annalena Baerbock), জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী
-
দায়িত্ব গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫
-
-
৭৯তম অধিবেশন: ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং

0
Updated: 1 month ago