A
Middle English period
B
Victorian period
C
Neoclassical period
D
Romantic period
No subjects available.
উত্তরের বিবরণ
1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic Period is the shortest period of English Literature.
- ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.
- এই যুগের স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর ( 1798-1832).

1
Updated: 3 months ago
Choose the Modern period time frame.
Created: 3 months ago
A
1901 to 1939
B
1801 to 1939
C
1911 to 1949
D
1900 to 1959
English
English Literature
Periods of english literature
The Modern Period (1901-1939)
No subjects available.
The Modern Period:
- 1901 থেকে 1939 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে the Modern Age হিসেবে ধরা হয়ে থাকে।
- 1901 সালে Queen Victoria এর মৃত্যুর মধ্য দিয়ে এই যুগ এর সুচনা হয় এবং 1939 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগ এর সমাপ্তি হয়।
- Modernism is more than a literary phenomenon.
- It includes many art forms that flourished in European countries including England.
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত। যেমন:
- The Edwardian period: 1901-1910.
- The Georgian period: 1910-193.
• English Literature Periods and their sub-ages:
1. The Old English Period (450 -1066).
2. The Middle English Period (1066 -1500).
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.
3. The Renaissance Period (1500 -1660),
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).
4. The Neoclassical Period (1660 -1785),
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).
5. The Romantic Period (1798 -1832).
6. The Victorian Period (1832 -1901),
i) The Pre-Raphaelites: (1848-1860),
ii) Aestheticism & Decadence: (1880-1901).
7. The Modern Period (1901 -1939),
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910),
2. The Georgian Period (1910-1939),
- The Modern English period was one of the most significant literary periods.
8. Present: The Post-Modern Period (1939 ).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 3 months ago
Sidney believed that poetry teaches better than:
Created: 2 months ago
A
Music and art
B
Mathematics
C
Philosophy and history
D
Religion
Sidney বিশ্বাস করতেন যে কবিতা দর্শন (philosophy) এবং ইতিহাসের চেয়ে বেশি ভালো শেখায়। কারণ দর্শন অনেক সময় কঠিন এবং Abstract (ধারণাগত) হয়, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইতিহাস শুধু সত্য ঘটনা বলে, কিন্তু ভালো বা খারাপ আচরণের স্পষ্ট শিক্ষা দেয় না। তবে কবিতা গল্প এবং চরিত্রের মাধ্যমে সহজে এবং ভালোভাবে শিক্ষা দেয়। কবিতা মানুষকে ভালো হতে এবং বদলাতে সাহায্য করে, যা দর্শন এবং ইতিহাস একসাথে করতে পারে না। তাই Sidney-এর মতে, কবিতা দর্শন এবং ইতিহাসের চেয়ে ভালো শিক্ষাদান করে।

0
Updated: 2 months ago
What Greek word means "maker" and is related to the word poet?
Created: 2 months ago
A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 2 months ago