পাংখোয়ারা নিজেদের কোন ধর্মবিশ্বাসের অনুসারী বলে দাবি করে?
A
খ্রিস্টান
B
বাহাই
C
জৈন
D
বৌদ্ধ
উত্তরের বিবরণ
পাংখোয়া জাতি (বাংলাদেশ)
-
অবস্থান: পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি জেলার সাজেক থেকে বান্দরবানের রুমা পর্যন্ত; ভারতের মিজোরাম সীমান্তবর্তী এলাকা
-
ধর্ম: বৌদ্ধ (প্রকৃতি উপাসনা ও ঐতিহ্য অনুযায়ী)
-
সৃষ্টিকর্তা: পত্যেন (লুসেইদের ‘পুথিয়ান’-এর সমতুল্য)
-
প্রধান দেবতা: খোজিং
-
বৈশিষ্ট্য: ১৩টি অদিবাসী জনগোষ্ঠীর মধ্যে অন্যতম, পার্বত্য অঞ্চলে বসবাস
সূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ

0
Updated: 2 months ago
বাংলাদেশের কোন জেলায় মনিপুরী উপজাতি বসবাস করে?
Created: 2 months ago
A
মৌলভীবাজার
B
জামালপুর
C
কুষ্টিয়া
D
কোনটি নয়
মণিপুরী আদিবাসী বাংলাদেশে:
-
প্রধান বসতি: সিলেট বিভাগ
-
জেলার বিশেষ স্থানসমূহ: মৌলভীবাজার (কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা)
-
অন্যান্য এলাকা: সিলেট শহর ও শহরতলি, হবিগঞ্জ (চুনারঘাট), সুনামগঞ্জ (ছাতক)
-
ইতিহাস: ১৮১৯-১৮২৫ মণিপুর-বার্মা যুদ্ধের সময় মণিপুর থেকে বাংলাদেশে আগমন
-
স্থায়ী বসতি: মীর্জাজাঙ্গালে প্রাসাদ নির্মাণ

0
Updated: 2 months ago
মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম -
Created: 2 months ago
A
সাংগ্রাই
B
বিজু
C
রাশ
D
জলকেলি
মারমা জনগোষ্ঠী ও সাংগ্রাই উৎসব
-
জনগোষ্ঠী: মারমা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী
-
অবস্থান: পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি
-
জাতিগত পরিচয়: মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠী, ভাষা – ভোট বর্মী শাখার বর্মী দলভুক্ত
-
প্রশাসনিক ব্যবস্থা:
-
গ্রাম প্রধান: কারবারি
-
মৌজা প্রধান: হেডম্যান
-
সার্কেল প্রধান: রাজা
-
সাংগ্রাই উৎসব
-
ধরন: মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব
-
সময়: বছরের শেষ দুই দিন + নতুন বছরের প্রথম দিন
-
মূল আয়োজন: পানিখেলা / জলোৎসব (নৌকা বা বড় পাত্রে পানি রেখে একপক্ষ অন্যকে পানি ছিটিয়ে দেয়)
-
অর্থ: ‘সাংগ্রাই’ শব্দটি এসেছে ‘সাক্রাই’, অর্থ ‘সংক্রান্তি’
অন্যান্য আদিবাসী বর্ষবরণ উৎসব:
-
মণিপুরী: রাস (শরতের পূর্ণিমায়)
-
ত্রিপুরা: বৈসুখ / বৈসু / বাইশু
-
চাকমা: বিজু

0
Updated: 2 months ago
গারোদের সমাজব্যবস্থা কোন ধরনের?
Created: 2 months ago
A
পিতৃতান্ত্রিক
B
মাতৃতান্ত্রিক
C
শ্রেণিভিত্তিক
D
গণতান্ত্রিক
গারো:
-
বাংলাদেশের একটি নৃগোষ্ঠী।
-
বসবাসের এলাকা: টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর।
-
ভারতের মেঘালয় রাজ্যেও গারোদের বসবাস রয়েছে।
-
নৃবিজ্ঞান অনুযায়ী, গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখা অন্তর্ভুক্ত।
-
আদি বাসভূমি: চীনের উত্তর-পশ্চিম সিন-কিয়াং প্রদেশ। পরে তিব্বতে ও ভারতের উত্তর-পূর্ব পার্বত্য এলাকায় বসতি গড়ে তোলে।
-
সমাজ ব্যবস্থা: মাতৃতান্ত্রিক – মা পরিবারের কর্তা ও সম্পত্তির অধিকারী।
-
সন্তানের পদবি মায়ের অনুসারে নির্ধারিত হয়।

0
Updated: 2 months ago