Two bicycles start at the same time from points P and Q, moving toward each other. If the distance between P and Q is 120 km and their speeds are 12 km/h and 8 km/h respectively then after how much time will they meet each other?
A
6 hours
B
5.5 hours
C
6.5 hours
D
7 hours
উত্তরের বিবরণ
Question: Two bicycles start at the same time from points P and Q, moving toward each other. If the distance between P and Q is 120 km and their speeds are 12 km/h and 8 km/h respectively then after how much time will they meet each other?
Solution:
Given,
The distance between P and Q = 120 km
Speed of 1st bicycle = 12 km/h
Speed of 2nd bicycle = 8 km/h
The bicycles are moving toward each other,
So their relative speed = (Speed of 1st bicycle + Speed of 2nd bicycle)
= (12 + 8) km/h
= 20 km/h
Time = (Distance ÷ relative speed)
= (120 ÷ 20)
= 6 h

0
Updated: 2 months ago
একটি গাড়ি ৮ কি.মি. পূর্ব দিকে যায় এবং তারপর ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়। যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব কত?
Created: 1 week ago
A
৭ কি.মি
B
১৭ কি.মি
C
১৫ কি.মি
D
২৩ কি.মি
প্রশ্ন: একটি গাড়ি ৮ কি.মি. পূর্ব দিকে যায় এবং তারপর ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়। যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব কত?
সমাধান:
প্রথমে ৮ কি.মি. পূর্ব দিকে যায়।
পরে ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়।
পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে যাত্রা পরস্পর লম্ব হওয়ায়, এই দুটি দূরত্ব একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু (ভূমি এবং লম্ব) তৈরি করে। সর্বনিম্ন দূরত্বটি হবে ত্রিভুজটির অতিভুজ।
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ২ = ভূমি২+ লম্ব২
বা, অতিভুজ = √(৮২ + ১৫২)
বা, অতিভুজ = √(৬৪ + ২২৫)
বা, অতিভুজ = √২৮৯
বা, অতিভুজ = ১৭
অতএব, যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব হলো ১৭ কি.মি.।

0
Updated: 1 week ago
Two pipes P and Q can fill a cistern in 15 and 20 minutes respectively. Both pipes are opened together, after how many minutes should Q be turned off, so that the cistern be fill in 12 minutes?
Created: 2 months ago
A
9 minutes
B
6 minutes
C
4 minutes
D
8 minutes
Question: Two pipes P and Q can fill a cistern in 15 and 20 minutes respectively. Both pipes are opened together, after how many minutes should Q be turned off, so that the cistern be fill in 12 minutes?
Solution:
P can fill the cistern in 15 minutes
So in 1 min P can fill the cistern = 1/15 th part
In 12 min, P can fill the cistern = 12/15
= 4/5 part
Remaining part = 1- (4/5) part
= 1/5 part
As Q can fill full cistern in 20 minutes
So it will fill 1/5 part in = (1/5) × 20 = 4 minutes.
∴ Pipe Q should be turned off after 4 minutes.

0
Updated: 2 months ago
একটি নৌকা ১০ মিটার/সেকেন্ড বেগে গতিশীল স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করতে ২০ সেকেন্ড লাগে, স্রোতের প্রতিকূলে সে দূরত্ব অতিক্রম করতে ১০ সেকেন্ড সময় বেশি লাগে। স্রোতের বেগ কত?
Created: 2 weeks ago
A
১ মিটার/সেকেন্ড
B
২ মিটার/সেকেন্ড
C
৩ মিটার/সেকেন্ড
D
১.৫ মিটার/সেকেন্ড
প্রশ্ন: একটি নৌকা ১০ মিটার/সেকেন্ড বেগে গতিশীল স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করতে ২০ সেকেন্ড লাগে, স্রোতের প্রতিকূলে সে দূরত্ব অতিক্রম করতে ১০ সেকেন্ড সময় বেশি লাগে। স্রোতের বেগ কত?
সমাধান:
ধরি,
স্রোতের বেগ = x মিটার/সেকেন্ড
স্রোতের অনুকূলে অতিক্রান্ত দূরত্ব = (১০ + x) × ২০ মিটার
স্রোতের প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব = (১০ - x) × ৩০ মিটার
প্রশ্নমতে,
(১০ + x) × ২০ = (১০ - x) × ৩০
বা, ২০ + ২x = ৩০ - ৩x
বা, ৫x = ১০
∴ x = ২
∴ স্রোতের বেগ ২ মিটার/সেকেন্ড।

0
Updated: 2 weeks ago