A
জিয়াউর রহমান
B
হুসেইন মুহম্মদ এরশাদ
C
মোহাম্মদ আলী
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
একুশে পদক
-
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
-
১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন।
-
জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়।
-
১৯৭৬ সালে সাহিত্য, সাংবাদিকতা ও শিক্ষায় ৯ জনকে প্রথম প্রদান করা হয়।
একুশে পদক ২০২৫
-
১৭ জন বিশিষ্ট নাগরিক + বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল (৬ জন মরণোত্তর)।
প্রাপ্তরা:
-
চলচ্চিত্র: আজিজুর রহমান (মরণোত্তর)
-
সংগীত: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লাহ (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
সংস্কৃতি ও শিক্ষা: শহীদুল আলম
-
শিক্ষা: নিয়াজ জামান
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
-
ভাষা ও সাহিত্য: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মরণোত্তর)
-
গবেষণা: মঈদুল হাসান

0
Updated: 2 weeks ago