জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
A
১.৫০%
B
১.১২%
C
১.১৯%
D
১.১৫%
উত্তরের বিবরণ
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
আয়োজনকাল: ১৫–২১ জুন ২০২২
-
তথ্য সংগ্রহ পদ্ধতি: CAPI (Computer Assisted Personal Interview)
-
গণনা পদ্ধতি: Modified De-facto
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
জনসংখ্যার ঘনত্ব (গড়): ১১১৯ জন/বর্গকিমি
-
জেলা অনুযায়ী ঘনত্ব:
-
সর্বনিম্ন → রাঙ্গামাটি
-
সর্বোচ্চ → ঢাকা
-
-
বিভাগ অনুযায়ী জনসংখ্যা:
-
সর্বনিম্ন → বরিশাল
-
সর্বোচ্চ → ঢাকা
-

0
Updated: 2 months ago
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
একুশের গল্প
C
আরেক ফাল্গুন
D
মাতৃ ভাষা
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস ও সাহিত্যকর্ম
-
প্রথম উপন্যাস:
-
ভাষা আন্দোলনকে উপজীব্য করে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস হলো জহির রায়হানের আরেক ফাল্গুন।
-
প্রকাশকাল: ১৯৬১ খ্রিস্টাব্দ।
-
কাহিনির প্রেক্ষাপট: ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের অভিজ্ঞতা।
-
উপন্যাসে পুলিশের গ্রেপ্তার অভিযানের পর একজন চরিত্র বলে ওঠে—
"আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো।" -
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা প্রমুখ।
-
এতে বাঙালির জাতীয় ঐতিহাসিক সংগ্রামকে শিল্পরূপ দেওয়া হয়েছে।
-
-
প্রথম নাটক:
-
ভাষা আন্দোলন নিয়ে প্রথম বাংলা নাটক হলো মুনীর চৌধুরীর কবর।
-
-
প্রথম গল্প:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম গল্প হলো জহির রায়হানের একুশের গল্প।
-
তথ্যসূত্র:
ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে কত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
Created: 1 month ago
A
১ দফা
B
৬ দফা
C
১১ দফা
D
২১ দফা
বাংলাদেশ বিষয়াবলি
গণভোট ও নির্বাচন
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
যুক্তফ্রন্ট
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
তারা ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
-
যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
-
নির্বাচনের ফলে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খণ্ড) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)

0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
Created: 4 weeks ago
A
১৯৭৪ সালে
B
১৯৭৫ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৭৭ সালে
কৃষিশুমারি হলো দেশের কৃষি খাতের অবস্থা ও পরিসংখ্যান নিরূপণের জন্য অনুষ্ঠিত একটি জরিপ।
তথ্যগুলো হলো:
-
স্বাধীনতার পূর্বে কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে।
-
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত দেশে মোট ছয়বার কৃষিশুমারি পরিচালনা করা হয়েছে।
-
এগুলো হলো: ১৯৬০, ১৯৭৭, ১৯৮৩-১৯৮৪, ১৯৯৬, ২০০৮, ২০১৯।
-
-
স্বাধীন বাংলাদেশে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে ৫ বার।
-
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ৯ জুন থেকে ২০ জুন, ২০১৯ সালে।
অর্থাৎ, কৃষিশুমারি দেশের কৃষি কার্যক্রম ও উৎপাদন পরিস্থিতি নিরূপণ করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।

0
Updated: 4 weeks ago