প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
2
B
4
C
6
D
8
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক স্থানে 2 সংখ্যাটি বসবে।
১ম চিত্রে,
(1 + 3 + 4)/2 = 8/2 = 4
২য় চিত্রে,
(7 + 7 + 6)/2 = 20/2 = 10
৩য় চিত্রে,
(7 + 3 + 2)/2 = 12/2 = 6
∴ নির্ণেয় সংখ্যাটি = 2

0
Updated: 2 months ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 weeks ago
A
৭
B
১২
C
২১
D
১৪
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (৩৬ + ১২)/১৬ = ৩
২য় চিত্রে = (২৪ + ১৮)/১৪ = ৩
৩য় চিত্রে, (৩০ + ২৭)/১৯ = ৩
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১৪ বসবে।

0
Updated: 2 weeks ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
3
B
4
C
6
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 4
১ম ত্রিভুজে,
(6 + 4) × 8 = 10 × 8 = 80
২য় ত্রিভুজে,
(8 + 7) × 3 = 15 × 3 = 45
এবং ৩য় ত্রিভুজে,
ধরি, সংখ্যাটি = x
∴ (9 + 8) × x = 68
⇒ 17x = 68
⇒ x = 68/17 = 4

0
Updated: 3 weeks ago
চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
19
B
21
C
23
D
25
প্রশ্ন: চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
প্রথম চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 5 - 2 = 8 - 5 = 3
দ্বিতীয় চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 11 - 7 = 15 - 11 = 4
তৃতীয় চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 10 - 5 = 15 - 10 = 5
চতুর্থ চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর হবে = 9 - 3 = 6
অর্থাৎ চতুর্থ চিত্রের নির্ণেয় সংখ্যাটি হবে = 15 + 6 = 21

0
Updated: 1 month ago