6 - 4x ≤ 14 এর সমাধান কত?
A
x ≥ - 2
B
x ≤ 2
C
x ≥ 2
D
x ≤ - 2
উত্তরের বিবরণ
প্রশ্ন: 6 - 4x ≤ 14 এর সমাধান কত?
সমাধান:
6 - 4x ≤ 14
= 6 - 4x - 6 ≤ 14 - 6 [ উভয়পক্ষে (- 6) যোগ করে ]
= - 4x ≤ 8
= 4x ≥ - 8 [ উভয়পক্ষে - 1 দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন পরিবর্তিত হয়]
= x ≥ - 8/4
= x ≥ - 2

0
Updated: 2 months ago
A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
Created: 1 month ago
A
3 টি
B
7 টি
C
8 টি
D
9 টি
প্রশ্ন: A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 5}
A সেটের উপাদান = 3 টি
∴ A এর প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7 টি

0
Updated: 1 month ago
P = {1, e} হলে P(P) কোনটি?
Created: 1 month ago
A
{{1}, {e}, {1, e}}
B
{ }
C
{∅, {1}, {e}, {1, e}}
D
অসংজ্ঞায়িত
প্রশ্ন: P = {1, e} হলে P(P) কোনটি?
দেওয়া আছে,
P = {1, e}
∴ P(P) = {∅, {1}, {e}, {1, e}}
উল্লেখ্য যে,
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n

0
Updated: 1 month ago
একটি সংখ্যার অর্ধেক তার এক-চতুর্থাংশের চেয়ে ১২ বেশি। সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
২৪
B
৩৬
C
৪৮
D
৭২
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক-চতুর্থাংশের চেয়ে ১২ বেশি। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(ক/২) - (ক/৪) = ১২
বা, (২ক - ক)/৪ = ১২
বা, ক/৪ = ১২
বা, ক = ১২ × ৪
ক = ৪৮
∴ সংখ্যাটি ৪৮

0
Updated: 1 month ago