যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
A
TOXIC
B
STONE
C
OPTIC
D
PRONE
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
সমাধান:
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = OPTIC
CRUEL শব্দটিতে,
3 = C
18 = R
21 = U
5 = E
12 = L
অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C
অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.

0
Updated: 2 months ago
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
Created: 4 months ago
A
৬০
B
৬৪
C
৬২
D
৫০
সমাধান:
প্রথম ৪টির গড় ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
= ২০৮
শেষ ৫টির সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৮
= ১৯০
∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
= ৩৯৮
∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪

0
Updated: 4 months ago
একজন দোকানদার ১১০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা কিছু চিনির সঙ্গে ১০০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করে তা ১১৫ টাকা প্রতি কেজি দরে বিক্রয় করে মোট ১৪০০ টাকা লাভ করলেন। ঐ দোকানদার দ্বিতীয় প্রকারের চিনি কত কেজি মিশ্রিত করেছিলেন?
Created: 2 months ago
A
৪৫ কেজি
B
৬০ কেজি
C
৮০ কেজি
D
১০০ কেজি
তুমি সমাধান ঠিকই করেছো — সব ধাপ সঠিক। ✅
সংক্ষেপে যাচাই:
ধরা হলো প্রথম প্রকার = কেজি, দ্বিতীয় = কেজি → মোট = কেজি।
কর্মপদ্ধতি অনুযায়ী মোট ক্রয়মূল্য = টাকা।
বিক্রয়মূল্য = টাকা।
লাভ = → → 。
তাই দ্বিতীয় প্রকারের চিনি = ৮০ কেজি। ✅
(দ্রষ্টব্য: দ্রুত যাচাই করলে ক্রয়মূল্য = টাকা, বিক্রয় = টাকা → লাভ = টাকা — সঠিক মিল রয়েছে।)

0
Updated: 2 months ago
প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি হবে?
Created: 2 months ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি হবে?
সমাধান:
প্রথম চিত্রে ত্রিভুজের অবস্থান বৃত্তের ভেতর।
এবং দ্বিতীয় চিত্রে এর বিপরীত। অর্থাৎ বৃত্তের অবস্থান ত্রিভুজের ভেতর।
এই অনুক্রমে,
তৃতীয় চিত্রে ষড়ভুজের অবস্থান চতুর্ভুজের মধ্যে।
∴ চতুর্থ চিত্রে চতুর্ভুজের অবস্থান হবে ষড়ভুজের মধ্যে।
যা (3) নং অপশনের অনুরূপ।

0
Updated: 2 months ago