দণ্ডটির ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত কেজি ভর রাখতে হবে?
A
20 কেজি
B
30 কেজি
C
45 কেজি
D
48 কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: দণ্ডটির ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত কেজি ভর রাখতে হবে?

0
Updated: 2 months ago
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ? ?/১৮ = ৭২/?
Created: 3 weeks ago
A
২৪
B
৪২
C
২৮
D
৩৬
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
?/১৮ = ৭২/?
সমাধান:
মনে করি,
প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি হলো ’ক’
এখন,
ক/১৮ = ৭২/ক
⇒ ক২ = ৭২ × ১৮⇒ ক২ = ১২৯৬
⇒ ক = √(১২৯৬)
∴ ক = ৩৬
?/১৮ = ৭২/?
সমাধান:
মনে করি,
প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি হলো ’ক’
এখন,
ক/১৮ = ৭২/ক
⇒ ক২ = ৭২ × ১৮
⇒ ক = √(১২৯৬)
∴ ক = ৩৬

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
11
B
12
C
13
D
14
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 13
চিত্রটিতে,
7 × 3 = 21
7 × 4 = 28
9 × 5 = 45
13 × 6 = 78

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 2 weeks ago
A
6
B
5
C
3
D
2
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
১ম ও ৩য় পায়ের সংখ্যার যোগফল থেকে ২য় ও ৪র্থ পায়ের যোগফল বিয়োগ করলে লেজের সংখ্যাটি পাওয়া যায়।
১ম চিত্রে, 8 + 2 = 10
5 + 1 = 6
10 - 6 = 4
২য় চিত্রে, 11 + 3 = 14
6 + 5 = 11
14 - 11 = 3
∴ প্রশ্নবোধক স্থানে 3 বসবে।

0
Updated: 2 weeks ago