A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
No subjects available.
উত্তরের বিবরণ
মানুষের হৃৎপিণ্ড (Heart)
-
হৃৎপিণ্ড হল রক্ত সংবহনতন্ত্রের একটি প্রধান অঙ্গ, যা পাম্পের মতো কাজ করে।
-
এটি ক্রমাগত সংকোচন (সিস্টোল) ও প্রসারণ (ডায়াস্টোল) প্রক্রিয়ার মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালন করে।
-
মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে, ফুসফুসের মধ্যবর্তী স্থানে ও মধ্যচ্ছদার ঠিক ওপরেই অবস্থিত।
-
এই অঙ্গটি চারটি প্রকোষ্ঠে বিভক্ত: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়।
-
ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে ট্রাইকাসপিড কপাটিকা এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে ডাইকাসপিড কপাটিকা অবস্থান করে।
-
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে ৭৫ বার (৭০–৮০ বার) সংকোচন ও প্রসারণ করে। প্রতিটি হৃদচক্রের সময়কাল প্রায় ০.৮ সেকেন্ড।
-
প্রাপ্তবয়স্ক একজন মানুষের হৃৎপিণ্ডের গড় ওজন প্রায় ২৫০ থেকে ৩৫০ গ্রাম।
-
হৃৎপিণ্ড তিনটি স্তরযুক্ত পেশিজাত কাঠামো দিয়ে গঠিত, যথা:
-
এপিকার্ডিয়াম (বাহ্যিক স্তর),
-
মায়োকার্ডিয়াম (মধ্যবর্তী ও প্রধান পেশি স্তর),
-
এন্ডোকার্ডিয়াম (অভ্যন্তরীণ স্তর)।
-
-
পুরো হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক একটি পাতলা আবরণী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, যা হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয় এবং ঘর্ষণ কমায়।
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম, জীববিজ্ঞান (নবম-দশম শ্রেণি)

0
Updated: 2 months ago