প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি হবে?
A
1
B
2
C
3
D
4
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি হবে?
সমাধান:
প্রথম চিত্রে ত্রিভুজের অবস্থান বৃত্তের ভেতর।
এবং দ্বিতীয় চিত্রে এর বিপরীত। অর্থাৎ বৃত্তের অবস্থান ত্রিভুজের ভেতর।
এই অনুক্রমে,
তৃতীয় চিত্রে ষড়ভুজের অবস্থান চতুর্ভুজের মধ্যে।
∴ চতুর্থ চিত্রে চতুর্ভুজের অবস্থান হবে ষড়ভুজের মধ্যে।
যা (3) নং অপশনের অনুরূপ।

0
Updated: 2 months ago

Created: 1 month ago
A
১০
B
৯
C
৯০
D
১০০
প্রশ্ন:
সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/৯) - (ক/১০) = ১
(১০ক - ৯ক)/৯০ = ১
ক/৯০ = ১
ক = ৯০

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
18
B
22
C
24
D
26
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 26
প্রথম চিত্রে,
(5 × 9) + (3 × 6)
= 45 + 18 = 63
দ্বিতীয় চিত্রে,
(7 × 2) + (6 × 2)
= 14 + 12 = 26

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
27
B
35
C
54
D
64
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 35
প্রথম চিত্রে,
(3 × 8 × 4)/2
= 96/2 = 48
দ্বিতীয় চিত্রে,
(5 × 7 × 2)/2
= 70/2 = 35

0
Updated: 3 weeks ago