একজন দোকানদার ১১০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা কিছু চিনির সঙ্গে ১০০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করে তা ১১৫ টাকা প্রতি কেজি দরে বিক্রয় করে মোট ১৪০০ টাকা লাভ করলেন। ঐ দোকানদার দ্বিতীয় প্রকারের চিনি কত কেজি মিশ্রিত করেছিলেন?
A
৪৫ কেজি
B
৬০ কেজি
C
৮০ কেজি
D
১০০ কেজি
উত্তরের বিবরণ
তুমি সমাধান ঠিকই করেছো — সব ধাপ সঠিক। ✅
সংক্ষেপে যাচাই:
ধরা হলো প্রথম প্রকার = কেজি, দ্বিতীয় = কেজি → মোট = কেজি।
কর্মপদ্ধতি অনুযায়ী মোট ক্রয়মূল্য = টাকা।
বিক্রয়মূল্য = টাকা।
লাভ = → → 。
তাই দ্বিতীয় প্রকারের চিনি = ৮০ কেজি। ✅
(দ্রষ্টব্য: দ্রুত যাচাই করলে ক্রয়মূল্য = টাকা, বিক্রয় = টাকা → লাভ = টাকা — সঠিক মিল রয়েছে।)

0
Updated: 2 weeks ago
৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
Created: 1 month ago
A
a + ১১ = ৪০
B
a + ৪০ = ১১
C
a = ৪০ + ১১
D
a = ৪০ + ১
প্রশ্ন: ৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
সমাধান:
দেওয়া আছে,
৪০ সংখ্যাটি a হতে ১১ কম।
প্রশ্নমতে,
৪০ = a - ১১
∴a = ৪০ + ১১

0
Updated: 1 month ago
০.২ + ০.০৪ + ০.০০৮ + ০.০০১৬ + ............. ধারাটির পঞ্চম পদ কত?
Created: 2 weeks ago
A
০.৩২
B
০.০৩২
C
০.০০৩২
D
০.০০০৩২
একদম ঠিক সমাধান করেছো ✅
ধারাটি হলো একটি গুণোত্তর ধারা (G.P):
প্রথম পদ ,
সাধারণ অনুপাত ।
সুতরাং ৫ম পদ হবে:
অতএব, ধারাটির ৫ম পদ = 0.00032 ✅

0
Updated: 2 weeks ago
√(9/4) সংখ্যাটি-
Created: 1 month ago
A
স্বাভাবিক সংখ্যা
B
মূলদ সংখ্যা
C
অমূলদ সংখ্যা
D
জটিল সংখ্যা
প্রশ্ন: √(9/4) সংখ্যাটি-
সমাধান:
স্বাভাবিক সংখ্যা:
স্বাভাবিক সংখ্যা হলো ১ থেকে শুরু হওয়া ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন: 1, 2, 3, ... ইত্যাদি
মূলদ সংখ্যা:
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। যেমন: 3/2, 3/4 1.3333... ইত্যাদি
অমূলদ সংখ্যা:
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √2, √3, π ... ইত্যাদি
জটিল সংখ্যা:
জটিল সংখ্যা হলো সেই সংখ্যা যেখানে একটি বাস্তব অংশ এবং একটি কাল্পনিক অংশ থাকে। যেমন: 2 + 3i
এখন,
√(9/4) = √9/√4 = 3/2 = 1.5 যা একটি মূলদ সংখ্যা।

0
Updated: 1 month ago