A
৪
B
৮
C
১২
D
২০
উত্তরের বিবরণ
তোমার সমাধান একদম ঠিক ✅
যুক্তি সংক্ষেপে:
যে সংখ্যায় ভাগ দিলে নির্দিষ্ট ভাগশেষ থাকে, সেই সংখ্যাটি হবে — অর্থাৎ -এর গ.সা.গু।
দ্রুত যাচাই:
উত্তর: ১২

0
Updated: 2 weeks ago
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
Created: 1 week ago
A
৬
B
৩
C
৫
D
৪
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
সমাধান:
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১
প্রশ্নমতে,
(ক - ১)(ক)(ক + ১) = ৫(ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক২ - ১) = ৫ × ৩ক
বা, ক২ - ১ = ১৫
বা, ক২ = ১৬
∴ ক = ৪
সুতরাং সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫
∴ সংখ্যা তিনটির গড় = (৩ + ৪ + ৫)/৩
= ১২/৩
= ৪

0
Updated: 1 week ago
নিম্নোক্ত উপাত্তগুলোর প্রচুরক কত?
4, 3, 2, 14, 8, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 12, 17, 19, 16, 8, 13, 15
Created: 1 week ago
A
3
B
6
C
7
D
8
প্রশ্ন: নিম্নোক্ত উপাত্তগুলোর প্রচুরক কত?
4, 3, 2, 14, 8, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 12, 17, 19, 16, 8, 13, 15
সমাধান:
প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই:
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19
এখানে উপাত্তগুলোর প্রচুরক হলো 8 কারণ 8 সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে।

0
Updated: 1 week ago
এক ব্যক্তি ঘণ্টায় ৬ কি.মি. বেগে দৌড়ে কোন স্থানে গেলেন এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে ফিরে আসলেন। যাত্রাপথে তার গড় গতি কত হবে?
Created: 2 weeks ago
A
২ কি.মি./ঘণ্টা
B
৩ কি.মি./ঘণ্টা
C
৪ কি.মি./ঘণ্টা
D
৬ কি.মি./ঘণ্টা
গণিত
মানসিক দক্ষতা
অঙ্কবাচক সংখ্যা
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
No subjects available.
হ্যাঁ, পুরো সমাধান ঠিক হয়েছে ✅
রাউন্ড-ট্রিপে গড় গতি = হারমোনিক গড়
দ্রুত যাচাই (ধরি দূরত্ব কি.মি.):
-
যাওয়া: ঘণ্টা
-
ফেরা: ঘণ্টা
-
মোট দূরত্ব: কি.মি., মোট সময়: ঘণ্টা ⇒ কি.মি./ঘণ্টা ✔️
উত্তর: ৪ কি.মি./ঘণ্টা

0
Updated: 2 weeks ago