কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪০, ৫৩ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?
A
৪
B
৮
C
১২
D
২০
উত্তরের বিবরণ
তোমার সমাধান একদম ঠিক ✅
যুক্তি সংক্ষেপে:
যে সংখ্যায় ভাগ দিলে নির্দিষ্ট ভাগশেষ থাকে, সেই সংখ্যাটি হবে — অর্থাৎ -এর গ.সা.গু।
দ্রুত যাচাই:
উত্তর: ১২

0
Updated: 2 months ago
√২ সংখ্যাটি কি সংখ্যা?
Created: 2 months ago
A
একটি স্বাভাবিক সংখ্যা
B
একটি পূর্ণ সংখ্যা
C
একটি মূলদ সংখ্যা
D
একটি অমূলদ সংখ্যা
প্রশ্ন: √২ সংখ্যাটি কী সংখ্যা?
সমাধান:
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

0
Updated: 2 months ago

Created: 1 month ago
A
১০
B
৯
C
৯০
D
১০০
প্রশ্ন:
সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/৯) - (ক/১০) = ১
(১০ক - ৯ক)/৯০ = ১
ক/৯০ = ১
ক = ৯০

0
Updated: 1 month ago
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
Created: 2 weeks ago
A
৯৯৯৯
B
৯০০০
C
১০০০১
D
৯০০১
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
সমাধান:
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
∴ নির্ণেয় অন্তর = ১০০০০ - ৯৯৯
= ৯০০১

0
Updated: 2 weeks ago