একটি খুঁটির দৈর্ঘ্য 60√3 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে সূর্যের উন্নতি কোণ 60° হবে?
A
20√3 মিটার
B
30 মিটার
C
40√3 মিটার
D
60 মিটার
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
tanA = 4/3 হলে, sinA= ?
Created: 4 weeks ago
A
4/5
B
5/4
C
5/3
D
3/5
প্রশ্ন: tanA = 4/3 হলে, sinA= ?
সমাধান:
দেওয়া আছে,
tanA = 4/3
A কোণের বিপরীত বাহু = 4,
সন্নিহিত বাহু = 3
এখন,
অতিভুজ2 = 42 + 32
⇒ অতিভুজ2 = 16 + 9
⇒ অতিভুজ2 =25
⇒ অতিভুজ =√25
⇒ অতিভুজ = 5
সুতরাং, sinA = লম্ব/অতিভুজ = 4/5

0
Updated: 4 weeks ago
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৭ : ৮ হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
Created: 1 month ago
A
৯০°
B
১২০°
C
৮০°
D
৬০°
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৭ : ৮ হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
সমাধান:
অনুপাতের যোগফল = ৩ + ৭ + ৮ = ১৮
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
অতএব, বৃহত্তম কোণের মান = (৮/১৮) × ১৮০°
= ৮০°
সুতরাং, বৃহত্তম কোণ = ৮০°

0
Updated: 1 month ago
রেখার প্রান্তবিন্দু কয়টি?
Created: 1 month ago
A
একটি
B
দুইটি
C
অসংখ্য
D
কোনোটিই নয়
সমাধান:
• রেখা সম্পর্কিত তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
• রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

0
Updated: 1 month ago