রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? 

A

লোহিত রক্ত কণিকা 

B

শ্বেত রক্ত কণিকা 

C

অনুচক্রিকা 

D

কোনোটিই নয়

উত্তরের বিবরণ

img

লিউকেমিয়া (Leukemia)
নিউমোনিয়া, প্লেগ, কলেরা ইত্যাদি সংক্রমণে শ্বেত রক্তকণিকার (WBC) সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যেতে পারে। তবে যদি এই সংখ্যা অতিরিক্ত হারে বাড়ে এবং প্রতি ঘন মিলিলিটার রক্তে ৫০,০০০ থেকে ১০,০০০,০০০ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেই অবস্থা লিউকেমিয়া বা রক্ত ক্যান্সার নামে পরিচিত।

শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট (White Blood Cell - WBC)

  • এদের নির্দিষ্ট কোনো আকার নেই।

  • এরা হিমোগ্লোবিনবিহীন, নিউক্লিয়াসযুক্ত এবং আকারে বড় কোষ।

  • গড় আয়ু ১ থেকে ১৫ দিন।

  • হিমোগ্লোবিন না থাকার কারণে এগুলো সাদা রক্তকণিকা নামে পরিচিত।

  • রক্তে লাল রক্তকণিকার (RBC) তুলনায় এদের সংখ্যা অনেক কম।

  • শ্বেত কণিকার সংখ্যা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তা ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD