"Sweet Helen, make me immortal with a kiss." - This is quoted by -
A
Spenser
B
Shakespeare
C
Philip Sidney
D
Marlowe
উত্তরের বিবরণ
• "Sweet Helen, make me immortal with a kiss"
-
এই উক্তিটি Christopher Marlowe রচিত।
• Doctor Faustus
-
এটি Christopher Marlowe রচিত একটি tragedy।
-
নাটকে Marlowe Faustus-এর জীবনের কাহিনী উপস্থাপন করেন।
-
Faustus ছিলেন একজন Doctor, পরে তিনি জাদুকরে পরিণত হন।
-
তিনি শয়তানের সাথে চুক্তি করেন, যাতে তিনি জ্ঞান ও শক্তি লাভ করতে পারেন।
-
Mephistopheles ছিলেন Faustus এবং Lucifer এর মধ্যস্থতাকারী।
-
চুক্তির মাধ্যমে Faustus ২৪ বছরের জন্য ক্ষমতাশালী জীবন লাভ করেন।
-
এই সময়ে তিনি তার ক্ষমতার অনেক সদ্ব্যবহার ও অপব্যবহার করেন।
-
জীবনের শেষ দিনে তিনি ভীত ও সন্ত্রস্ত হন এবং অনুতপ্ত বোধ করেন।
-
মধ্যরাতে শয়তানের প্রতিনিধি এসে Faustus-এর আত্মা নরকে নিয়ে যায়।
• আরও কিছু প্রসিদ্ধ উক্তি (Quotes)
-
"Was this the face that launch'd thousand ships, And burnt the topless towers of Ilium."
-
"Sweet Helen, make me immortal with a kiss."
• Christopher Marlowe
-
তিনি একজন Elizabethan poet।
-
ছিলেন একজন University Wit।
-
Shakespeare-এর আগে তিনি ছিলেন English drama-এর অন্যতম প্রধান লেখক।
-
বিশেষভাবে তিনি dramatic blank verse-এর প্রতিষ্ঠা করেছেন।
• Notable Works by Marlowe
-
Doctor Faustus
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
📖 Source: Britannica

0
Updated: 2 months ago
The Passionate Shepherd to His Love is written by
Created: 3 weeks ago
A
P.B. Shelley
B
W.B. Yeats
C
Christopher Marlowe
D
John Keats
The Passionate Shepherd to His Love হলো Christopher Marlowe-এর রচিত একটি pastoral poem, যা ১৫৯৯ সালে প্রকাশিত হয়। কবিতায় একজন passionate shepherd তাঁর প্রিয়াকে গ্রামে সঙ্গে বসবাস করার জন্য আকর্ষণ করেন।
Christopher Marlowe:
-
তিনি একজন Elizabethan poet।
-
তিনি University Wit-এর একজন সদস্য ছিলেন।
-
Shakespeare-এর আগে তিনি ছিলেন English drama-এর একজন গুরুত্বপূর্ণ লেখক।
-
বিশেষভাবে তিনি dramatic blank verse প্রতিষ্ঠার জন্য পরিচিত।
প্রধান কাজসমূহ:
-
Doctor Faustus
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 3 weeks ago
Which of the following is the first play of Christopher Marlowe?
Created: 2 months ago
A
Doctor Faustus
B
The Jew of Malta
C
Dido, Queen of Carthage
D
Tamburlaine the Great
• Tamburlaine the Great
-
এটি Christopher Marlowe রচিত প্রথম নাটক।
-
ট্র্যাজেডিটি দুই খন্ডে বিভক্ত, প্রতিটি ৫টি act বিশিষ্ট।
-
প্রথম প্রকাশ: ১৫৯০ সালে।
-
নাটকটি মুঘল সম্রাট বাবরের পূর্বপুরুষ তৈমুর লংয়ের জীবনী নিয়ে লেখা।
-
কাহিনির মূল বিষয়: তৈমুর লংয়ের নৃশংসতা, ক্ষমতার উত্থান এবং তার ও তার সাম্রাজ্যের রহস্যময় পতন।
-
নাটকে শক্তি, উচ্চাকাঙ্ক্ষা এবং ভাগ্য-এর বিষয়বস্তু ফুটে উঠেছে।
• Christopher Marlowe
-
তিনি একজন Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনি English drama-এর অন্যতম প্রধান লেখক ছিলেন।
-
বিশেষভাবে তিনি dramatic blank verse-এর প্রতিষ্ঠা করেছেন।
-
বিখ্যাত ট্র্যাজেডি নাটকসমূহ: The Jew of Malta, Tamburlaine The Great, Edward II, Doctor Faustus ইত্যাদি।
-
তিনি একজন University Wit ছিলেন।
• Notable Works of Marlowe
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage
📖 Source: Britannica

0
Updated: 2 months ago
"Come live with me and be my love,And we will all the pleasures prove" — These lines are from which literary work?
Created: 2 months ago
A
Sonnet 18
B
To His Coy Mistress
C
The Passionate Shepherd to His Love
D
The Nymph’s Reply to the Shepherd
• "Come live with me and be my love"
-
এই উক্তিটি Christopher Marlowe রচিত কবিতা “The Passionate Shepherd to His Love” থেকে নেওয়া হয়েছে।
• The Passionate Shepherd to His Love
-
এটি Christopher Marlowe রচিত একটি pastoral poem।
-
প্রকাশিত: 1599 সালে।
-
কবিতার মূল ভাব: একটি passionate shepherd তার প্রেমিকাকে গ্রামের জীবনে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানাচ্ছেন।
উদ্ধৃতি:
"Come live with me and be my love,
And we will all the pleasures prove,
That Valleys, groves, hills, and fields,
Woods, or steepy mountain yields."
• Christopher Marlowe
-
তিনি একজন Elizabethan poet।
-
ছিলেন University Wit।
-
Shakespeare-এর আগে তিনি ছিলেন English drama-এর অন্যতম প্রধান লেখক।
-
বিশেষভাবে তিনি dramatic blank verse-এর প্রতিষ্ঠা করেছেন।
• Notable Plays by Marlowe
-
Doctor Faustus
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
• Options (Correct Answer)
-
The Passionate Shepherd to His Love by Christopher Marlowe ✅
-
Sonnet 18 by William Shakespeare
-
To His Coy Mistress by Andrew Marvell
-
The Nymph’s Reply to the Shepherd by Walter Raleigh
📖 Source: Britannica

0
Updated: 2 months ago