ক্ষারের একটি বৈশিষ্ট্য হচ্ছে- 

Edit edit

A

লাল লিটমাসকে নীল করে 

B

নীল লিটমাসকে লাল করে 

C

লাল লিটমাসকে কমলা করে 

D

কোনোটিই নয়

উত্তরের বিবরণ

img

ক্ষার (Alkali)

যেসব ধাতু বা ধাতু সদৃশ যৌগের হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়, সেগুলোকে ক্ষার বলা হয়।

ক্ষারের বৈশিষ্ট্যসমূহ

  • ক্ষার পানিতে সহজে দ্রবীভূত হয়।

  • ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল করে তোলে।

  • স্পর্শ করলে এটির দ্রবণ সাবানের মতো পিচ্ছিল অনুভূত হয়।

  • ক্ষারীয় দ্রবণ হাইড্রোক্সিল আয়ন (OH⁻) সরবরাহ করে।

  • এসিডের সঙ্গে প্রতিক্রিয়া করে ক্ষার লবণ ও পানি তৈরি করে, অর্থাৎ এসিডকে প্রশমিত করে।

  • সাধারণত ক্ষারীয় দ্রবণের pH মান ৭-এর চেয়ে বেশি হয়ে থাকে, যা সাধারণত ৮ থেকে ১৪-এর মধ্যে পড়ে।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD