A
13th century
B
14th century
C
15th century
D
16th century
উত্তরের বিবরণ
• The Faerie Queene
-
এটি Edmund Spenser রচিত একটি মহাকাব্য।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ কবিতা, যা ১৬শ শতকে রচিত।
-
প্রথম অংশটি প্রকাশিত হয় 1590 সালে।
-
এটি একটি ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক প্রতীকী কাব্য (religious-moral-political allegory)।
-
মহাকাব্যের নায়ক: Red Cross Knight
-
নায়িকা: Una
-
মূল বিষয়বস্তু: Patriotism
• গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ (Important Characters)
-
Archimago
-
Belphoebe
-
Orgoglio
-
King Arthur
-
Gloriana
-
Red Cross Knight
• Edmund Spenser
-
Elizabethan Period-এর বিখ্যাত সাহিত্যিক, যাকে Poet of Poets বলা হয়।
-
তিনি “Poet of Poets” নামে পরিচিত কারণ বহু পরবর্তী ইংরেজ কবি তার কাব্যকলা অনুসরণ করেছেন।
-
তাকে বলা হয় “the child of Renaissance and rebirth”।
-
The Faerie Queene তার বিখ্যাত মহাকাব্য এবং The Shepherd’s Calendar তার একটি প্রসিদ্ধ কবিতা।
• Spenser-এর অন্যান্য প্রসিদ্ধ কবিতা
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender (Poetry Book)
-
The Faerie Queene (Epic)
-
Amoretti (Sonnet Collection)
📖 Source:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M Mofizar Rahman

0
Updated: 2 weeks ago
The Shepheardes Calender is -
Created: 2 weeks ago
A
series of novels
B
series of poems
C
series of plays
D
series of letters
• The Shepheardes Calender
-
The Shepheardes Calender হলো Edmund Spenser রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
এটি একটি series of poems।
-
প্রকাশিত: ১৫৭৯ সালে।
-
ইংরেজি সাহিত্যে এটি Renaissance বা পুনর্জাগরণের সূচনা হিসেবে বিবেচিত হয়।
-
গ্রন্থটি মোট ১২টি একক কবিতা নিয়ে গঠিত, যেখানে প্রতিটি কবিতা একেকটি মাসকে প্রতিনিধিত্ব করে।
-
কবিতাগুলোর মাধ্যমে প্রকৃতি, প্রেম, ধর্ম, এবং নৈতিকতা-এর মতো বিষয় ফুটে উঠেছে।
-
Spenser এই গ্রন্থে Pastoral (পল্লীজীবনভিত্তিক) কাব্যরীতি ব্যবহার করেছেন।
• Edmund Spenser
-
তিনি একজন English poet।
-
তার দীর্ঘ allegorical poem, The Faerie Queene, ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য হিসেবে বিবেচিত।
-
তাকে বলা হয় “Poet of Poets”।
-
তার প্রসিদ্ধ sonnet collection হলো Amoretti।
• Notable Works of Edmund Spenser
-
A View of the Present State of Ireland
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
📖 Source: Britannica

0
Updated: 2 weeks ago
Who is the heroine of 'The Faerie Queene'?
Created: 4 months ago
A
Portia
B
Una
C
Viola
D
Miranda
English
Allegory
Edmund Spenser(1552-1599)
Epic
The Elizabethan Period (1558-1603)
ইংরেজি সাহিত্যে বিখ্যাত মহাকাব্য (Epics)
No subjects available.
"The Faerie Queene" কবিতায় উনা (Una) হলো প্রধান নায়িকা।
The Faerie Queene:
- এটি রচনা করেন Edmund Spenser, তিনি Elizabethan period এর একজন লেখক, তাই এটি Elizabethan period এর রচিত।
- 1590 সালে এর প্রথম installment টি প্রকাশিত হয়।
- এটি একটি religious-moral-political allegory.
- এই মহাকাব্যের নায়ক Red Cross Knight.
- এর নায়িকা Una.
- এ মহাকাব্যের মূল বিষয়বস্তু হলো Patriotism.
Edmund Spenser:
- তিনি একজন English poet.
- তার long allegorical poem, 'The Faerie Queene' is one of the greatest in English literature.
Notable work:
- A View of the Present State of Ireland,
- Amoretti,
- Colin Clouts Come Home Again,
- Complaints,
- The Faerie Queene,
- The Shepheard's Calender.
Source: Britannica.

0
Updated: 4 months ago