A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Poetry
উত্তরের বিবরণ
• Gorboduc:
-
এটি প্রকাশিত হয় ১৫৬২ সালে।
-
এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
-
এটি Thomas Norton ও Thomas Sackville এর যৌথ রচনা।
-
কাহিনি প্রাচীন ব্রিটেনের পৌরাণিক রাজা Gorboduc-কে কেন্দ্র করে রচিত।
-
এটি ইংরেজি সাহিত্যের প্রথম tragic play in blank verse।
-
একে সাধারণভাবে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
• মূল বিষয়বস্তু:
-
Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।
-
নাটকটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানী এলিজাবেথের উত্তরাধিকারকালীন রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
-
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন।
-
এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের জন্ম দেয়।
-
বড় ছেলে Ferrex, ছোট ভাই Porrex-কে হত্যা করে।
-
পরবর্তীতে Porrex-এর মৃত্যুর কারণে ক্রুদ্ধ হয়ে Gorboduc এবং তার স্ত্রী বড় ছেলে Ferrex-কে হত্যা করেন।
-
শেষ পর্যন্ত, এই রক্তক্ষয়ী সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
• বিভ্রান্তি এড়াতে মনে রাখবেন:
-
First English Tragedy → The Gorboduc বা The Tragedy of Gorboduc (Writer: Thomas Norton & Thomas Sackville)
-
First English Revenge Tragedy → The Spanish Tragedy (Writer: Thomas Kyd)
📖 Source: Live MCQ Lecture; Britannica

0
Updated: 2 weeks ago