Who were the key leaders of the Reformation Movement?
A
Martin Luther and William Shakespeare
B
John Calvin and King Henry VIII
C
John Wycliffe and Pope Leo X
D
Martin Luther and John Calvin
উত্তরের বিবরণ
সংস্কার আন্দোলন (Reformation Movement) – ১৬শ শতক
-
সংস্কার আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আন্দোলন, যা ১৬শ শতকে ইউরোপে সংঘটিত হয়। এটি শুরু হয়েছিল রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।
-
এর মূল উদ্দেশ্য ছিল ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভ্রান্ত ধর্মীয় প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং খ্রিস্টধর্মে সংস্কার আনা।
-
এই আন্দোলনের প্রধান দুই নেতা ছিলেন মার্টিন লুথার (Martin Luther) এবং জন ক্যালভিন (John Calvin)।
-
সংস্কার আন্দোলনের প্রভাবে শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গভীর পরিবর্তন ঘটে।
-
এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল প্রোটেস্ট্যান্টিজমের (Protestantism) উদ্ভব, যা পরে খ্রিস্টধর্মের তিনটি প্রধান শাখার একটি হয়ে ওঠে।
📖 সূত্র: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
What is Sidney’s final message about poetry?
Created: 3 months ago
A
It should be respected
B
It should be banned
C
It is only for entertainment
D
It is better than science
Sidney তাঁর রচনার শেষদিকে বলেন, কবিতা কোনো হেয় বা অবমূল্যায়ন করার বিষয় নয়। বরং, কবিতা মানব চরিত্র গঠনে সাহায্য করে, মানুষকে ভালো ও জ্ঞানী করে তোলে। তাই, তাঁর মূল বার্তা হলো—কবিতাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষাদান ও নৈতিক উন্নতির জন্য একটি শক্তিশালী মাধ্যম।

0
Updated: 3 months ago
The Sun Rising is a famous poem written by
Created: 5 days ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 5 days ago
What is the verb of the word 'Deep'?
Created: 5 days ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 5 days ago