Who were the key leaders of the Reformation Movement?
A
Martin Luther and William Shakespeare
B
John Calvin and King Henry VIII
C
John Wycliffe and Pope Leo X
D
Martin Luther and John Calvin
উত্তরের বিবরণ
সংস্কার আন্দোলন (Reformation Movement) – ১৬শ শতক
-
সংস্কার আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আন্দোলন, যা ১৬শ শতকে ইউরোপে সংঘটিত হয়। এটি শুরু হয়েছিল রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।
-
এর মূল উদ্দেশ্য ছিল ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভ্রান্ত ধর্মীয় প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং খ্রিস্টধর্মে সংস্কার আনা।
-
এই আন্দোলনের প্রধান দুই নেতা ছিলেন মার্টিন লুথার (Martin Luther) এবং জন ক্যালভিন (John Calvin)।
-
সংস্কার আন্দোলনের প্রভাবে শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গভীর পরিবর্তন ঘটে।
-
এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল প্রোটেস্ট্যান্টিজমের (Protestantism) উদ্ভব, যা পরে খ্রিস্টধর্মের তিনটি প্রধান শাখার একটি হয়ে ওঠে।
📖 সূত্র: ব্রিটানিকা

0
Updated: 2 months ago
Who first translated The Rubaiyat of Omar Khayyam into English?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
John Wycliffe
C
Makepeace Thackeray
D
Edward Fitzgerald
Edward Fitzgerald ইংরেজিতে "The Rubaiyat of Omar Khayyam" অনুবাদ করেছেন।
-
The Rubaiyat of Omar Khayyam:
-
এটি প্রখ্যাত পার্সিয়ান জ্যোতির্বিজ্ঞানী ওমার খৈয়ামের রচনার উপর ভিত্তি করে লেখা। মূলত এটি একটি অনুবাদ নয়, বরং মূল গ্রন্থকে সামনে রেখে Fitzgerald-এর মৌলিক রচনা।
-
ইংরেজি সংস্করণে এর সঙ্গে যুক্ত হয়েছে “The Astronomer-Poet of Persia”।
-
ইংরেজি সাহিত্যে এটি একটি প্রতিষ্ঠিত Lyric Poem হিসেবে স্বীকৃত।
-
ওমার খৈয়াম জীবদ্দশায় কবি হিসেবে পরিচিত ছিলেন না; বরং তাকে গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবে চেনা হতো।
-
বিখ্যাত লাইন: “Be happy for this moment. This moment is your life.”
-
Edward Fitzgerald:
-
তিনি এই Persian masterpiece অনুবাদ করেছেন।
-
Fitzgerald শিক্ষাগ্রহণ করেছিলেন Trinity College, Cambridge-এ, যেখানে তিনি William Makepeace Thackeray-র সঙ্গে জীবনব্যাপী বন্ধুত্ব গড়ে তুলেছিলেন।
উৎস:

0
Updated: 1 month ago
"Black Death" is the name of a -
Created: 1 month ago
A
Plague pandemic
B
Black fever
C
The death of black people
D
Fever
Answer - Plague pandemic.
• Black Death:
- Meaning: A disease that killed a huge number of people in Europe and Asia in the 14th century, usually thought to be a form of bubonic plague, a very infectious disease caused by bacteria spread mainly by fleas (small insects that bite) on rats or other animals, that causes swelling, fever, and usually death in humans.
• অর্থাৎ, ব্ল্যাক ডেথ ছিল মধ্যযুগীয় ইউরোপে ছড়িয়ে পড়া একটি ভয়াবহ মহামারি। এটি মূলত ১৩৪৬ সালে পশ্চিম ইউরোপে শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এটি ১৩৪৮ সালে আঘাত হানে।
- ১৩৫০ সালের শুরুর দিকে, ইউরোপের বেশিরভাগ অঞ্চলই এই মারাত্মক মহামারির কবলে পড়ে। ধারণা করা হয়, ইউরোপের মোট ৩০% থেকে ৬০% জনসংখ্যা এতে মারা গিয়েছিল।
- ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারি হিসেবে বিবেচিত ব্ল্যাক ডেথ জনসংখ্যার বিশাল ক্ষতি করেছিল, যা মধ্যযুগীয় সমাজ ও অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।
• সুতরাং, দেখা যাচ্ছে ''Black Death'' মূলত প্লেগ মহামারির সাথে সম্পৃক্ত।

0
Updated: 1 month ago
Hardly had we finished our dinner when the lights ________.
Created: 1 month ago
A
go out
B
gone out
C
to be gone
D
went out
Time-related Conjunctions: “No sooner,” “Hardly,” “Scarcely,” and “As soon as”
-
All of these are used to convey the meaning: “করতে না করতেই / হতে না হতেই” (immediately after something happens).
Rules for Use:
-
No sooner… than
-
Structure: No sooner + had + subject + past participle, than + subject + past tense verb
-
Example: No sooner had I reached the station than the train left.
-
-
Hardly / Scarcely… when
-
Structure: Hardly/Scarcely + had + subject + past participle, when + subject + past tense verb
-
Example: Hardly had we finished our dinner when the lights went out.
-
Note: Use “when” instead of “than.”
-
-
As soon as
-
Structure: As soon as + subject + verb (past/present/future as required), …
-
Example: As soon as he arrived, the meeting started.
-
Note: After “as soon as,” just use a comma; no “than” or “when” is needed.
-
Summary Table:
Expression | Connector to 2nd Clause | Example |
---|---|---|
No sooner had | than | No sooner had I entered than it rained. |
Hardly had | when | Hardly had we arrived when it started raining. |
Scarcely had | when | Scarcely had she left when the phone rang. |
As soon as | , (comma) | As soon as he finished, he left. |
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain

0
Updated: 1 month ago