A
Iago
B
Cassio
C
Othello
D
Lodovico
উত্তরের বিবরণ
নিজের মৃত্যু আগে Othello নিজের চরিত্রকে বর্ণনা করে। সে বলে, সে ডেসডিমোনাকে “not wisely but too well” ভালোবেসেছিল। এটি তার ভালোবাসা ও অন্ধ ঈর্ষার মর্মান্তিক দ্বন্দ্বকে প্রকাশ করে, যা নাটকের আসল ট্র্যাজেডি।

0
Updated: 2 weeks ago
Why is Cassio dismissed from his position as lieutenant?
Created: 2 weeks ago
A
He disobeys Othello in battle
B
He insults Desdemona
C
He is involved in a drunken fight
D
He betrays Othello to the Turks
Iago কৌশলে Cassio-কে মাতাল করে ঝগড়ায় জড়িয়ে ফেলে। ফলে ওথেলো তাকে পদ থেকে অপসারণ করে। এই ঘটনাই পরবর্তী ষড়যন্ত্রের ভিত্তি গড়ে দেয়, কারণ Cassio ডেসডিমোনার সাহায্য চাইলে ওথেলো ভুল করে ভাবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।

0
Updated: 2 weeks ago
How does Stephano plan to become ruler of the island?
Created: 2 weeks ago
A
By marrying Miranda
B
By killing Alonso
C
By killing Prospero with Caliban’s help
D
By magic
Stephano ও Trinculo Caliban-এর সঙ্গে মিলে Prospero-কে হত্যা করার পরিকল্পনা করে। Stephano ভাবে এতে সে দ্বীপের রাজা হতে পারবে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই কাহিনি নাটকের হাস্যরসের পাশাপাশি লোভ ও বোকামির প্রতীক।

2
Updated: 2 weeks ago
What motivates Antonio throughout the play?
Created: 2 weeks ago
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।

1
Updated: 2 weeks ago