A
NO2
B
N2O
C
SO2
D
N2O5
No subjects available.
উত্তরের বিবরণ
🔹 লাফিং গ্যাস (Laughing Gas)
-
রাসায়নিক সংকেত: N₂O (ডাই নাইট্রোজেন মনোক্সাইড)
-
বৈশিষ্ট্য: বর্ণহীন, মিষ্টি স্বাদের গ্যাস
-
প্রভাব: শ্বাস গ্রহণের পর সাময়িকভাবে হাসির অনুভূতি বা চঞ্চলতা সৃষ্টি করে। এজন্য একে "লাফিং গ্যাস" বলা হয়।
🔹 অন্যান্য গুরুত্বপূর্ণ গ্যাসসমূহ
-
হিলিয়াম (He): অত্যন্ত হালকা গ্যাস; বেলুন ও এয়ারশিপে ব্যবহৃত হয়।
-
হাইড্রোজেন সালফাইড (H₂S): পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত গ্যাস।
-
মিথেন (CH₄): পচনশীল জৈব পদার্থ ও গবাদি পশুর অন্ত্র থেকে উৎপন্ন হয়; এটি একটি জ্বলনশীল গ্যাস।
-
আরগন (Ar): নিষ্ক্রিয় গ্যাস; বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়।
-
নাইট্রোজেন (N₂): চিপসের প্যাকেটে অক্সিডেশন প্রতিরোধে ব্যবহৃত হয়।
উৎস: রসায়ন প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), ব্রিটানিকা

0
Updated: 2 months ago