What are Desdemona’s last words?
A
"Give me a kiss".
B
"I hate you, Othello."
C
“Nobody; I myself”
D
"Curse for you Iago."
উত্তরের বিবরণ
মৃত্যুর মুখেও ডেসডিমোনা ওথেলোকে দোষ দেয় না। এমিলিয়ার প্রশ্নে সে বলে—“Nobody; I myself.” এই লাইন তার বিশ্বস্ততা ও ভালোবাসার প্রতীক। মৃত্যুর পরেও সে স্বামীকে রক্ষা করতে চায়।

1
Updated: 2 months ago
Which of the following is the swan song of William Shakespeare?
Created: 1 week ago
A
As You Like It
B
Hamlet
C
The Tempest
D
Julius Caesar
The Tempest হলো William Shakespeare-এর সর্বশেষ একক রচনা, যাকে প্রায়ই তাঁর “swan song” বা শেষ সৃষ্টিশীল বিদায়বার্তা হিসেবে বিবেচনা করা হয়। অনেক সাহিত্য সমালোচক মনে করেন, Shakespeare এই নাটকের মাধ্যমে থিয়েটার জগত থেকে তাঁর বিদায় ও আত্মসমর্পণের প্রতীকী অভিব্যক্তি প্রকাশ করেছেন। নাটকটির মূল সুরে বিদায়, ক্ষমা, পুনর্মিলন ও মানবতার জাগরণ ফুটে উঠেছে।
The Tempest একটি পাঁচ অঙ্কের নাটক, যা প্রথম লেখা ও অভিনীত হয় ১৬১১ সালের দিকে, এবং পরবর্তীতে ১৬২৩ সালের First Folio-তে প্রকাশিত হয়। এতে জাদু, প্রেম, বিশ্বাসঘাতকতা, ন্যায়বিচার ও পুনর্মিলনের বিষয়গুলো শিল্পিতভাবে প্রকাশ পেয়েছে।
Main Characters:
-
Prospero – Milan-এর Duke; নাটকের কেন্দ্রীয় চরিত্র।
-
Miranda – Prospero-র কন্যা ও নাটকের নায়িকা।
-
Ariel – অতিপ্রাকৃত সত্তা; শুভ চরিত্র।
-
Caliban – অতিপ্রাকৃত সত্তা; অসৎ বা দুষ্ট প্রকৃতির।
-
Antonio – Prospero-র ভাই ও নাটকের খলনায়ক।
-
Ferdinand – নায়ক; Miranda-র প্রেমিক।
-
Gonzalo – একজন বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ উপদেষ্টা।
Famous Quotes from The Tempest:
-
“Misery acquaints a man with strange bed-fellows.”
-
“What's past is prologue.”
-
“How beauteous mankind is! O brave new world,
That has such people in’t!” -
“We are such stuff
As dreams are made on, and our little life
Is rounded with a sleep.”
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন কবি, নাট্যকার ও অভিনেতা; ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত।
-
তাঁর রচনায় মানবজীবনের আবেগ, সংঘাত, প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও মানবিক দুর্বলতা অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে।
-
Shakespeare ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, কাব্যিক কল্পনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির অধিকারী, যা তাঁর নাটককে যুগান্তকারী করে তুলেছে।
-
তাঁর ভাষা, রূপক ও চিত্রকল্প এমনভাবে গঠিত যে পাঠক ও দর্শক সহজেই আবেগে সম্পৃক্ত হন।
-
তাঁর সৃষ্ট চরিত্রগুলো মঞ্চে জীবন্ত হয়ে ওঠে, যা মানুষকে ভাবায়, সহানুভূতি জাগায় ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করে।
Notable Works of William Shakespeare:
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Henry IV, Part 1 & 2
-
Henry V
-
Henry VI, Part 1–3
-
Julius Caesar
-
King John
-
King Lear
-
Love’s Labour’s Lost

0
Updated: 1 week ago
Why does Goneril poison Regan?
Created: 2 months ago
A
Out of revenge for Lear’s favoritism
B
To prevent Regan from marrying Edmund
C
To gain Regan’s share of the kingdom
D
Because Regan exposed her lies
দুই বোনই Edmund এর প্রতি আকৃষ্ট হয়। Regan কে প্রতিযোগী হিসেবে সরাতে Goneril তাকে বিষপ্রয়োগ করে, যা ক্ষমতা ও কামনার ধ্বংসাত্মক প্রভাব দেখায়।

1
Updated: 2 months ago
Who is the main villain in 'Othello'?
Created: 3 weeks ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 3 weeks ago