Who delivers the final speech in Hamlet?
A
Horatio
B
Claudius
C
Fortinbras
D
Laertes
উত্তরের বিবরণ
নাটকের শেষে Fortinbras ডেনমার্কে প্রবেশ করে এবং নিহত রাজপুত্র হ্যামলেটের জন্য সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। তার শেষ বক্তব্য নাটকের করুণ পরিণতিকে রাষ্ট্রীয় ও ঐতিহাসিক পরিসরে নিয়ে যায়।

1
Updated: 2 months ago
What does Macbeth’s initial reaction to the witches’ prophecy reveal?
Created: 2 months ago
A
His hidden desire for power
B
His curiosity about becoming king
C
His readiness to act on ambition
D
His surprise at their knowledge
ভবিষ্যদ্বাণী শুনে Macbeth প্রথমে চমকে ওঠে, পরে চিন্তায় মগ্ন হয়। এই আচরণে বোঝা যায়, রাজা হওয়ার বাসনা আগে থেকেই ছিল, যদিও তা গোপন ছিল। অন্য অপশনগুলো সম্ভবপর হলেও, মূলত এটি লুকানো ক্ষমতালিপ্সার প্রকাশ।

2
Updated: 2 months ago
Why does Hamlet delay killing Claudius when he sees him praying?
Created: 2 months ago
A
He feels pity
B
He doubts the ghost
C
He fears sin
D
He wants witnesses
হ্যামলেট ভাবে, প্রার্থনার সময় ক্লডিয়াসকে হত্যা করলে সে স্বর্গে যাবে। হ্যামলেট প্রতিশোধে চায় ক্লডিয়াস নরকে যাক। তাই সে অপেক্ষা করে সুযোগের জন্য।

0
Updated: 2 months ago
Why does Roderigo agree to attack Cassio?
Created: 2 months ago
A
To please Iago
B
To win Desdemona’s love
C
To protect Othello
D
To gain wealth
Iago Roderigo-কে প্রতিশ্রুতি দেয় যে Cassio মারা গেলে Desdemona-কে পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই প্রলোভনে Roderigo Cassio-কে আক্রমণ করতে রাজি হয়, যদিও আসলে Iago তাকে ব্যবহার করছে।

0
Updated: 2 months ago