Why does Hamlet stage the play “The Mousetrap”?
A
To amuse Ophelia
B
To honor his father
C
To catch the conscience of the king
D
To celebrate Claudius’s coronation
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকের মধ্যে নাটক মঞ্চস্থ করে যাতে ক্লডিয়াসের অপরাধ প্রকাশ পায়। ক্লডিয়াসের প্রতিক্রিয়া দেখে সে নিশ্চিত হয় তার পিতাকে হত্যা করা হয়েছে। এটি নাটকের গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত।

0
Updated: 2 months ago
Othello gave Desdemona _____ as a token of love.
Created: 1 month ago
A
a ring
B
a handkerchief
C
an anklet
D
a lavaliere
Othello and the Handkerchief – Shakespeare
১. Handkerchief as a Token of Love
-
Othello তাঁর স্ত্রী Desdemona-কে একটি Handkerchief (রুমাল) উপহার দেন।
-
এই রুমাল ছিল ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক।
-
পরে, Iago এই রুমাল ব্যবহার করে Othello-এর মনে সন্দেহ ও ঈর্ষা জাগায়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির কারণ হয়।
২. Othello (Play)
-
লেখক: William Shakespeare
-
ধরন: Five-act Tragedy
-
লেখা: 1603-1604
-
মূল চরিত্র: Othello (ভেনিসের সেনাপতি), Desdemona (Othello-এর স্ত্রী), Iago (Villain)
-
কাহিনি: Othello তাঁর স্ত্রী Desdemona-কে সন্দেহ করে এবং Iago-এর প্ররোচনায় শেষ পর্যন্ত হত্যা করে।
-
নাটকে Othello Othello Syndrome (excessive jealousy) দ্বারা প্রভাবিত হয়।
৩. Main Characters
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
৪. William Shakespeare (1564-1616)
-
English poet, dramatist, actor
-
জন্ম: Stratford-upon-Avon
-
পরিচিতি: Bard of Avon, English National Poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets, long narrative poems
-
Tragedies:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
-
Coriolanus
-
Antony and Cleopatra
-
Timon of Athens (Unfinished)
-

0
Updated: 1 month ago
What task does Prospero assign to Ferdinand to test his love for Miranda?
Created: 1 month ago
A
To build them a new house
B
To solve a series of magical riddles
C
To hunt and kill a dangerous beast
D
To pile up thousands of logs
ফার্ডিনান্ড এবং মিরান্ডা একদম প্রথম দর্শনেই প্রেমে পড়ার পর, প্রসপেরো রাগ দেখানোর ভান করে ফার্ডিনান্ডকে স্পাই হিসেবে অভিযোগ করে। ফার্ডিনান্ডের চরিত্র এবং তার প্রেমের সত্যতা পরীক্ষা করার জন্য, প্রসপেরো তাকে দাস হিসেবে ব্যবহার করে এবং তাকে কঠিন ও নীচ ধরনের কাজ—ভারি কাঠ বয়ে নিয়ে সাজানো—সোম্পন্ন করার জন্য দেয়। এটি দেখা যায় অ্যাক্ট ৩, সিন ১-এ, যেখানে ফার্ডিনান্ড একটি লোগ বহন করছে।
এই শ্রমের কঠিনতা দেখায় যে, তার মিরান্ডার প্রতি অনুভূতি সত্যিকারের এবং সে তার জন্য কঠিন পরিশ্রমও করতে প্রস্তুত। মিরান্ডা তাকে এই কাজে দেখে দয়া অনুভব করে এবং সাহায্য করতে এগিয়ে আসে, যা তাদের পার্থক্যহীন এবং সত্যিকারের প্রেমকে আরও প্রমাণ করে।

0
Updated: 3 weeks ago
Who is the first Thane of Cawdor in the play?
Created: 2 months ago
A
Macbeth
B
A traitor executed for treason
C
Banquo
D
Macduff
নাটকের শুরুতে প্রথম Thane of Cawdor রাজদ্রোহের জন্য নরওয়ের পক্ষে লড়াই করে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং রাজা Duncan সেই উপাধি Macbeth-কে দেন। এটি ডাইনিদের ভবিষ্যদ্বাণীর প্রথম ধাপ পূর্ণ করে।

3
Updated: 2 months ago