How does Lady Macbeth die?
A
She is killed in battle
B
She is poisoned
C
She commits suicide
D
Macbeth kills her
উত্তরের বিবরণ
Lady Macbeth অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘুমের ঘোরে সে হত্যার কথা প্রকাশ করে। অবশেষে সে আত্মহত্যা করে। এটি তার উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি এবং অপরাধবোধের প্রতীক।

1
Updated: 2 months ago
How is Lady Macduff portrayed in the play?
Created: 2 months ago
A
Loyal and maternal
B
Ambitious and cruel
C
Fearless warrior
D
Political strategist
Lady Macduff একজন স্নেহময়ী মা ও বিশ্বস্ত স্ত্রী হিসেবে দেখানো হয়েছে। Macbeth-এর পাঠানো হত্যাকারীরা তাকে ও তার সন্তানদের হত্যা করে, যা Macbeth-এর নিষ্ঠুরতা ও ক্ষমতার জন্য নির্দয়তা স্পষ্ট করে।

4
Updated: 2 months ago
Which theme is predominantly explored in Shakespeare's 'Othello'?
Created: 2 months ago
A
Friendship
B
Love
C
Revenge
D
Jealousy
Jealousy is the predominantly theme explored in Shakespeare's 'Othello'.
• Theme (Jealousy)
- Shakespeare -এর নাটক 'Othello' প্রধানত Jealousy থিমকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই নাটকে, Jealousy চরিত্রগুলোর আচরণ এবং ঘটনা প্রবাহে গভীর প্রভাব ফেলে।
- নাটকের প্রধান চরিত্র Othello যখন তার স্ত্রী Desdemona-র প্রতি কেবলমাত্র একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে Jealousy অনুভব করতে শুরু করে, তখন তা তার জীবন ও সম্পর্ককে সম্পূর্ণরূপে ভেঙে দেয়।
- Jealousy বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এবং নাটকের মোড় পরিবর্তন করে। Iago, Othello-এর সহযোগী, তার নিজের স্বার্থে Othello-র Jealousy জাগিয়ে তোলে, যা নাটকের কেন্দ্রীয় সংঘাতের কারণ হয়। এই Theme টি মানব প্রকৃতির দুর্বলতা এবং Jealousy -এর ক্ষতিকর পরিণতির উপর আলোকপাত করে।
• Othello
- Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy -এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- lago রয়েছে Villan চরিত্রে।
- lago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Main characters:
- Othello (main character),
- Desdemona (Othello’s wife),
- Brabantio,
- Iago (villain),
- Cassio,
- Emilia, etc.
• William Shakespeare:
- Born: April 26, 1564 and died: April 23, 1616.
- তাকে 'Bard of Avon or Swan of Avon' বলা হয়।
- William Shakespeare হলেন কবি,নাট্যকার ও অভিনেতা। তাকে ইংল্যান্ড এর জাতীয় কবি ছিলেন।
- He wrote 37 plays.
Source: Britannica.

0
Updated: 2 months ago
Why do the witches greet Macbeth with three different titles in Act I?
Created: 2 months ago
A
To highlight his past, present, and future status
B
To show his political importance at different times
C
To prepare him for his destined kingship
D
To link him to Banquo’s fate
ডাইনিরা “Thane of Glamis,” “Thane of Cawdor,” ও “King hereafter” বলে Macbeth-এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে তুলে ধরে। এটি তার উত্থান ও পতনের ইঙ্গিত দেয়। অন্য বিকল্পগুলো আংশিক সত্য, কিন্তু মূল উদ্দেশ্য ছিল সময়ের ধারাবাহিকতায় তার পরিচয় প্রকাশ করা।

1
Updated: 2 months ago