What is the witches’ prophecy for Macbeth at the beginning of the play?
A
He will be king
B
He will be betrayed by Banquo
C
He will die in battle
D
He will rule England
উত্তরের বিবরণ
তিন ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল Macbeth প্রথমে থেন অফ কডর হবে, পরে রাজা হবে। এই ভবিষ্যদ্বাণীই তার লোভ ও উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। নাটকের ট্র্যাজেডির সূচনা এখান থেকেই।

0
Updated: 2 months ago
“All the perfume of Arabia will not sweeten this little hand”-who said this?
Created: 3 weeks ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
In Act 5, Scene 1, she speaks this line during her sleepwalking scene, যখন সে ঘুমহাঁটে চলার সময় obsessively চেষ্টা করে তার হাত থেকে King Duncan-এর কল্পিত রক্ত ধুয়ে ফেলার।
-
এটি তার মানসিক দুশ্চিন্তাকে প্রকাশ করে, যা guilt এবং অপরাধবোধের চূড়ান্ত অবস্থাকে দেখায়।
-
Sleepwalking-এর এই দৃশ্যে তার অভ্যন্তরীণ আতঙ্ক এবং অপরাধবোধ প্রকাশ পায়, যা Macbeth নাটকের মূল থিমের সাথে সংযুক্ত।
-
হাত ধোয়ার প্রতি তার অপনিবেশী আচরণ (obsessive action) মানসিক ভাঙনের প্রতীক।
এইভাবে, dialogue এবং তার আচরণ guilt-এর অবশিষ্ট ছাপ এবং মানব মনোবিজ্ঞানের জটিলতা প্রকাশ করে।

0
Updated: 3 weeks ago
"She has deceived her father, and may thee" is a warning given to Othello by whom?
Created: 1 month ago
A
The Duke
B
Iago
C
Emilia
D
Brabantio
এই লাইনটি নাটকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি future tragedy-র ইঙ্গিত দেয়। Brabantio, যিনি Desdemona-র বাবা, এই কথাটি বলেন Act 1, Scene 3-এ। তিনি Duke-কে রাজি করাতে ব্যর্থ হন যে Othello এবং Desdemona-র বিয়ে বাতিল করে দেওয়া হোক। হতাশ ও পরাজিত Brabantio শেষমেশ Othello-কে একটি সতর্কবার্তা দেন।
-
Brabantio মনে করেন Desdemona তাকে প্রতারণা করেছে তার অনুমতি ছাড়াই পালিয়ে গিয়ে বিয়ে করার মাধ্যমে। এই ধারণা থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে Desdemona তার স্বামীকেও একইভাবে deceive করতে পারে।
-
এই লাইনটির significance বাড়ে কারণ Iago পরবর্তীতে একই চিন্তাকে ব্যবহার করে। Act 3, Scene 3-এ Iago Othello-কে মনে করিয়ে দেয়: "She did deceive her father, marrying you"।
-
এভাবে Iago Brabantio-র warning-কে পুনরাবৃত্তি করে Othello-র মনে সন্দেহ জাগিয়ে তোলে, যাতে Desdemona-র potential infidelity তার কাছে believable মনে হয়।
-
Brabantio-র anger থেকে বলা এই সতর্কবাণীই হয়ে যায় Othello-র মনে প্রথম seed of doubt, যেটিকে Iago ধীরে ধীরে nurture করে এক ভয়ঙ্কর jealousy-তে রূপান্তরিত করে।
অতএব, একটি আবেগপ্রবণ ও তিক্ত সতর্কবার্তাই নাটকের মূল tragedy-র শেকড় তৈরি করে।

0
Updated: 3 weeks ago
Who wrote The Tempest?
Created: 2 months ago
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton

0
Updated: 2 months ago