থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করা হয়?
A
গলনাঙ্ক কম
B
অল্প তাপে আয়তন বেশি প্রসারিত হয়
C
একমাত্র তরল ধাতু
D
স্ফুটনাংক বেশি
উত্তরের বিবরণ
পারদ (Mercury) ও থার্মোমিটারে এর ব্যবহার
থার্মোমিটারে পারদ ব্যবহারের মূল কারণগুলোর একটি হলো— এটি তাপমাত্রার সামান্য পরিবর্তনেই সহজে প্রসারিত হয়। অর্থাৎ, পারদ তাপের প্রতি অত্যন্ত সংবেদনশীল, ফলে এটি দিয়ে তাপমাত্রা খুব সহজে ও নির্ভুলভাবে মাপা যায়।
পারদের গলনাঙ্ক খুবই নিচু এবং স্ফুটনাঙ্ক অনেক উঁচু, যা পানির তুলনায় অনেক বেশি সুবিধাজনক। এই বৈশিষ্ট্যগুলোর কারণে পারদ সাধারণত দেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত থার্মোমিটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে।
(উৎস: ব্রিটানিকা)

0
Updated: 3 months ago