How does Gloucester lose his eyesight?
A
He is blinded by Regan and Cornwall
B
He is stabbed by Edmund
C
He is poisoned by Goneril
D
He falls in battle
উত্তরের বিবরণ
Gloucester Lear-এর প্রতি বিশ্বস্ত থাকার কারণে Regan ও Cornwall তাকে শাস্তি দেয়। তারা নির্মমভাবে তার চোখ উপড়ে ফেলে। এই দৃশ্য শেক্সপিয়রের অন্যতম ভয়ঙ্কর দৃশ্য এবং অন্ধত্ব থিমের প্রতীক হয়ে ওঠে।

1
Updated: 2 months ago
Why does King Lear decide to divide his kingdom among his daughters?
Created: 3 weeks ago
A
To reward the daughter who expresses her love most convincingly
B
To avoid political conflicts
C
To give all daughters equal rights
D
To follow the nobles’ advice
লিয়ার তার রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবেন তার উপর ভিত্তি করে। তিনি ভেবেছিলেন, এইভাবে প্রেম ও আনুগত্যকে পুরস্কৃত করা যায়।
এটি আবেগপ্রবণ এবং যুক্তিহীন সিদ্ধান্ত। রিগান ও গনরিল মিথ্যা ভালোবাসা দেখিয়ে ক্ষমতা দখল করে। Cordelia সত্যিকারের ভালোবাসা দেখালেও সরলতার কারণে শাস্তি ভোগ করেন।
এই সিদ্ধান্ত নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজেডির সূচনা করে। শেক্সপিয়ার দেখিয়েছেন মানব দুর্বলতা ও অহংকার রাজনীতিতে কতটা বিপজ্জনক হতে পারে।

0
Updated: 3 weeks ago
William Shakespeare is the author of-
Created: 2 months ago
A
The Sacred Flame
B
The Trail of a Judge
C
The Comedy of Errors
D
The Gift of the Magi
William Shakespeare is the author of- 'The Comedy of Errors'.
The Comedy of Errors
- ১৫৮৯-৯৪ সালের মধ্যবর্তী সময়ে লেখা এই five-acts comedy টি ১৬২৩ সালে তাঁর 'First Foilo' এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- It was based on Menaechmi by Plautus, with additional material from Plautus’s Amphitruo and the story of Apollonius of Tyre.
- দুইজন যমজ মনিবের দুইজন যমজ চাকরকে নিয়ে সৃষ্ট নানা হাস্যরসের কাহিনী নিয়ে এই নাটক রচিত।
- যমজ হলেও দুই ভাই একে অপরের সাথে পরিচিত নয় যদিও তারা একই শহরে থাকে।
- মনিব দুই ভাইয়ের নাম Antipholus আর চাকর ভাইদ্বয়ের নাম Dromio.
- তবে শেষমেষ বিভ্রান্তির অবসান হয় এবং সব চরিত্রের মিলন হয়।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকের ভাবানুবাদ করেন এবং নাম দেন 'ভ্রান্তিবিলাস'।
• Main Characters:
- Antipholus of Syracuse,
- Dromio of Syracus্
- Antipholus of Ephesus,
- Egeon,
- Solinus,
- Luciana,
- Balthazar,
- Messenger,
- Courtesan,
- Luce,
- Emilia,
- Angelo,
- Adriana, etc.
• William Shakespeare
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
• Notable comedies of Shakespeare:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- The Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
Which play contains the famous line “All the world’s a stage”?
Created: 1 month ago
A
Romeo and Juliet
B
King Lear
C
Othello
D
As you Like It
“All the world’s a stage” লাইনটি William Shakespeare-এর নাটক As You Like It-এ পাওয়া যায়।
এই লাইনটি জ্যাকের বিখ্যাত “Seven Ages of Man” বক্তৃতার অংশ, যেখানে মানুষের জীবনকে নাটকের চরিত্রের মতো ব্যাখ্যা করা হয়েছে। শেক্সপিয়ার জীবনের প্রতিটি ধাপকে একটি মঞ্চের রূপ দিয়েছেন, যেখানে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন “ভূমিকা” পালন করে। জীবন পরিবর্তনশীল এবং প্রতিটি ধাপের গুরুত্ব আলাদা—এই ভাবধারাই এখানে ফুটে উঠেছে। যদিও As You Like It একটি কমেডি, তবু জীবন এবং মানুষের চরিত্রের গভীর অর্থ সহজভাবে প্রকাশ পেয়েছে।
বিস্তারিত আলোচনা:
As You Like It:
-
রচিত: William Shakespeare
-
ধরণ: Comedy Play
-
সংখ্যা: 5 acts
-
লেখা: ১৫৯৮–১৬০০
-
প্রথম প্রকাশ: ১৬২৩ সালে First Folio তে
-
উৎসাহ: Thomas Lodge-এর Rosalynde (1590) প্রোজ রোম্যান্স থেকে অনুপ্রাণিত
প্রধান সেটিং:
-
কাল্পনিক বন: The Forest of Arden
-
কাহিনী:
-
Orlando এবং Rosalind-এর প্রেম
-
ক্ষমতার দ্বন্দ্বের কারণে Duke Frederick, Duke Senior, এবং Oliver-এর সঙ্গে সম্পর্কের জটিলতা
-
Celia ও Oliver-এর প্রেমের পরিণতি
-
বনভূমিতে প্রেমিক যুগলের মিলন
-
কিছু বিখ্যাত উক্তি:
-
Sweet are the uses of adversity.
-
The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.
-
All the world's a stage, And all the men and women merely players.
William Shakespeare (1564–1616):
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
পেশা: Poet, Dramatist, Actor
-
উপাধি: “Bard of Avon” বা “Swan of Avon”
-
রচনা: ৩৭ play, ১৫৪ sonnets, ৩ long narrative poems
-
প্রতিষ্ঠা: ১৫৯৯ সালে Globe Theatre, লন্ডন
Notable Works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream
-
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis
Source: Britannica, SparkNotes, Live MCQ Lecture

0
Updated: 1 month ago