Which two daughters betray King Lear after gaining power?
A
Goneril and Regan
B
Cordelia and Regan
C
Goneril and Cordelia
D
Regan and Kent
উত্তরের বিবরণ
Goneril ও Regan প্রথমে বাবার কাছে মিথ্যা প্রশংসা করে রাজ্য দখল করে নেয়। কিন্তু পরে তাকে অপমান ও দুর্ব্যবহার করে। তাদের বিশ্বাসঘাতকতা Lear-এর কষ্ট ও ট্র্যাজিক পতনকে বাড়িয়ে তোলে।

0
Updated: 2 months ago
To be, or not to be, that is the question – is a famous dialogue from-
Created: 2 months ago
A
Othello
B
Hamlet
C
Romeo and Juliet
D
Macbeth
William
Shakespeare রচিত Tragedy 'Hamlet' থেকে উদ্ধৃত কয়েকটি বিখ্যাত উক্তি নিম্নরূপ:
Quote
•
To be or not to be, that is the question (হ্যামলেট তাঁর বাবার হত্যাকারীকে হত্যা
করবে কি করবে না এই সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে)
•
Frailty, thy name is woman (নারীর অপর নাম দুর্বলতা। হ্যামলেটের বাবা মারা গিয়েছেন
দুমাস হয়নি, রাণীর প্রতিও তার ভালোবাসার কোনো অভাব ছিলনা অথচ এর মাঝেই তিনি হ্যামলেট
এর কাকাকে বিয়ে করে ফেলেন যার প্রেক্ষিতেই এই উক্তি)
•
Brevity is the soul of wit. (সংক্ষিপ্ত কথাই রসিকতার প্রাণ)
•
There is nothing either good or bad but thinking makes it so. (পৃথিবীতে ভালো-মন্দ
বলে কিছু নাই, চিন্তাই ভালো-মন্দ তৈরি করে
•
When sorrows come, they come not single spices but in battalions. (দুঃখ যখন আসে
একা আসে না, দল বেঁধে আসে)

0
Updated: 2 months ago
Who wrote "All's Well That Ends Well"?
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.

0
Updated: 2 months ago
In which Act and Scene does the line "Thou know'st 'tis common, all that lives must die, / Passing through nature to eternity" occur?
Created: 1 week ago
A
Act I, Scene 1
B
Act I, Scene 2
C
Act II, Scene 2
D
Act III, Scene 2
এই লাইনটি Act I, Scene 2-এ কুইন গারট্রুড (Queen Gertrude) হ্যামলেটকে বলেন। এখানে তিনি হ্যামলেটকে তাঁর পিতার মৃত্যুর শোক থেকে সরে এসে বাস্তবতা মেনে নিতে উপদেশ দিচ্ছেন। গারট্রুড বোঝাতে চান, মৃত্যু জীবনের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী সত্য—প্রত্যেক জীবই একসময় প্রকৃতির মাধ্যমে অনন্তের পথে যায়।
মূল ভাবটি হলো—
-
গারট্রুড জীবনের অস্থায়িত্ব (transience of life) এবং মৃত্যুর অনিবার্যতা (inevitability of death) তুলে ধরছেন।
-
তিনি হ্যামলেটকে আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে ভাবতে বলেন—যা ঘটেছে তা প্রকৃতির নিয়ম।
-
এই সংলাপটি নাটকের শুরুতেই জীবনের অনিত্যতা এবং মানবিক বেদনার একটি গভীর দার্শনিক সুর সৃষ্টি করে, যা পরবর্তীতে Hamlet-এর মূল থিমগুলির সঙ্গে যুক্ত হয়।

0
Updated: 1 week ago