A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To honor Hamlet’s father
D
To distract from politics
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকের মধ্যে নাটক আয়োজন করে, যাতে তার পিতার হত্যার ঘটনা অভিনীত হয়। সে দেখে ক্লডিয়াসের প্রতিক্রিয়া কেমন হয়। ক্লডিয়াস বিচলিত হয়ে উঠে গেলে তার অপরাধ প্রমাণিত হয়। এটি নাটকের সত্য প্রকাশের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

1
Updated: 2 weeks ago
To be, or not to be, that is the question – is a famous dialogue from-
Created: 3 weeks ago
A
Othello
B
Hamlet
C
Romeo and Juliet
D
Macbeth
William
Shakespeare রচিত Tragedy 'Hamlet' থেকে উদ্ধৃত কয়েকটি বিখ্যাত উক্তি নিম্নরূপ:
Quote
•
To be or not to be, that is the question (হ্যামলেট তাঁর বাবার হত্যাকারীকে হত্যা
করবে কি করবে না এই সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে)
•
Frailty, thy name is woman (নারীর অপর নাম দুর্বলতা। হ্যামলেটের বাবা মারা গিয়েছেন
দুমাস হয়নি, রাণীর প্রতিও তার ভালোবাসার কোনো অভাব ছিলনা অথচ এর মাঝেই তিনি হ্যামলেট
এর কাকাকে বিয়ে করে ফেলেন যার প্রেক্ষিতেই এই উক্তি)
•
Brevity is the soul of wit. (সংক্ষিপ্ত কথাই রসিকতার প্রাণ)
•
There is nothing either good or bad but thinking makes it so. (পৃথিবীতে ভালো-মন্দ
বলে কিছু নাই, চিন্তাই ভালো-মন্দ তৈরি করে
•
When sorrows come, they come not single spices but in battalions. (দুঃখ যখন আসে
একা আসে না, দল বেঁধে আসে)

0
Updated: 3 weeks ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 weeks ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।

1
Updated: 2 weeks ago
Who wounds Cassio in Act 5?
Created: 2 weeks ago
A
Roderigo
B
Iago
C
Lodovico
D
Montano
Iago-র প্ররোচনায় Roderigo Cassio-কে আক্রমণ করে এবং আহত করে। তবে এই পরিকল্পনার আড়ালে Iago Cassio-কেও সরিয়ে দিতে চায়, যেন তার ষড়যন্ত্র টিকে থাকে।

1
Updated: 1 week ago