What happens to Hamlet at the end of the play?
A
He becomes king
B
He escapes to England
C
He is killed by Laertes’s poisoned sword
D
He kills Claudius and survives
উত্তরের বিবরণ
শেষ লড়াইয়ে লায়ার্টিস বিষমাখানো তরোয়াল দিয়ে হ্যামলেটকে আঘাত করে। মৃত্যুর আগে হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ নেয়। এই সমাপ্তি প্রতিশোধ ও মৃত্যুর অনিবার্য পরিণতি বোঝায়। নাটক শেষে সব প্রধান চরিত্র প্রায় ধ্বংস হয়ে যায়।

0
Updated: 2 months ago
Why does Laertes return from France?
Created: 2 months ago
A
To attend Hamlet’s coronation
B
To avenge his father’s death
C
To save Ophelia
D
To claim the throne
Polonius নিহত হওয়ার খবর শুনে Laertes ক্রুদ্ধ হয়ে ডেনমার্কে ফিরে আসে। সে Claudius-এর প্ররোচনায় Hamlet-কে হত্যা করার পরিকল্পনা করে, যা চূড়ান্ত ট্র্যাজেডির পথ তৈরি করে।

0
Updated: 2 months ago
Which theater is most associated with Shakespeare’s plays?
Created: 2 months ago
A
The Royal National Theatre
B
The Globe Theatre
C
The West End Theatres
D
The Broadway Theatres
William Shakespeare (1564-1616):
- তিনি জন্মগ্রহণ করেন ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি ১৫৪ টি সনেট, ৩টি long narrative poem, ৩৭ টি play লিখেন।
- ১৫৯৯ সালের পর Globe Theatre এ William Shakespeare এর নাটকগুলো perform হয়।
Source: Encyclopedia Britannica.

0
Updated: 2 months ago
Why does Desdemona defy her father, Brabantio?
Created: 2 months ago
A
To protect Cassio
B
To marry Othello
C
To escape Venice
D
To follow Iago
ডেসডিমোনা তার পিতা ব্র্যাব্যানশিওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওথেলোকে বিয়ে করে। এই কাজ তার ভালোবাসার দৃঢ়তা ও স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রকাশ করে। সে সাহসী হলেও, শেষ পর্যন্ত ঈর্ষা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়।

0
Updated: 2 months ago