A
He lacks proof of guilt
B
He is afraid of punishment
C
He is indecisive and overthinks
D
He waits for his mother’s consent
উত্তরের বিবরণ
হ্যামলেটের মূল ট্র্যাজিক ত্রুটি হলো দ্বিধা। সে প্রতিশোধ নিতে চাইলেও অতিরিক্ত চিন্তা ও সন্দেহের কারণে বারবার দেরি করে। এই বিলম্ব নাটকের ট্র্যাজিক গতি বাড়ায় এবং শেষে ভয়াবহ মৃত্যুর দৃশ্য তৈরি করে।

0
Updated: 2 weeks ago
What are the first three prophecies the witches give to Macbeth?
Created: 6 days ago
A
He will be king, his sons will be kings, and he will kill Duncan.
B
He will be Thane of Glamis, Thane of Cawdor, and King hereafter.
C
He should beware Macduff, he cannot be harmed by one of woman born, and he is safe until Birnam Wood moves.
D
He will have a short reign, a tragic end, and will be betrayed by his wife.
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
The First Prophecies in Macbeth
-
After a victorious battle, Macbeth and Banquo encounter three witches.
-
The witches deliver the first three prophecies to Macbeth:
-
He will be Thane of Glamis
-
He will be Thane of Cawdor
-
He will be King hereafter
-
-
These prophecies ignite Macbeth’s unchecked ambition.
-
Consequently, these prophecies set in motion the events that lead to the entire tragedy.

0
Updated: 6 days ago
Who persuades Macbeth to murder King Duncan?
Created: 2 weeks ago
A
Banquo
B
Lady Macbeth
C
The Witches
D
Macduff
Lady Macbeth তার স্বামীকে প্ররোচিত করে ডানকানকে হত্যার জন্য। সে তার পুরুষত্বকে প্রশ্ন করে এবং সাহস জোগায়। Macbeth প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও স্ত্রীর কথায় হত্যা করে। এতে ট্র্যাজেডির চক্র শুরু হয়।

0
Updated: 2 weeks ago
Which daughter truly loves Lear?
Created: 3 weeks ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 3 weeks ago