What is the purpose of the play-within-the-play, “The Mousetrap”?
A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To honor Hamlet’s father
D
To distract from politics
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকের মধ্যে নাটক আয়োজন করে, যাতে তার পিতার হত্যার ঘটনা অভিনীত হয়। সে দেখে ক্লডিয়াসের প্রতিক্রিয়া কেমন হয়। ক্লডিয়াস বিচলিত হয়ে উঠে গেলে তার অপরাধ প্রমাণিত হয়। এটি নাটকের সত্য প্রকাশের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

1
Updated: 2 months ago
What is the significance of the storm on the heath in King Lear?
Created: 3 weeks ago
A
It shows Cordelia’s military strategy
B
It demonstrates Gloucester’s punishment
C
It symbolises Lear’s inner turmoil and madness
D
It is just a literal storm with no metaphorical meaning
নাটকে Heath-এ ঝড় লিয়ারের মানসিক বিশৃঙ্খলা এবং পাগলামির প্রতীক। তিনি তার কন্যাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পারার পর মানসিকভাবে চাপে পড়েন।
ঝড়ের দৃশ্য নাটকের আবহ এবং চরিত্রের মানসিক অবস্থা একত্রিত করে।
এটি লিয়ারের হতাশা ও যন্ত্রণা প্রকাশ করে।
শেক্সপিয়ার প্রকৃতি এবং মানব মনের সম্পর্ক দেখিয়েছেন।
ঝড় নাটকের ট্র্যাজিক টোন এবং সংঘাত বাড়ায়।

0
Updated: 3 weeks ago
Why is Othello often seen as doomed from the start?
Created: 2 months ago
A
His race and outsider status
B
His military failures
C
His poverty
D
His disloyalty
ওথেলো একজন “Moor” হওয়ায় ভেনিসে সে সামাজিকভাবে বহিরাগত। শুরু থেকেই তার প্রতি অবিশ্বাস ও ঈর্ষা কাজ করে। এই প্রেক্ষাপট তার পতনকে অনিবার্য করে তোলে। তাই তার ট্র্যাজেডি ব্যক্তিগত ত্রুটি ছাড়াও ভাগ্যের নির্মম খেলাও প্রকাশ করে।

0
Updated: 2 months ago
What is Cordelia’s response during Lear’s love test?
Created: 2 months ago
A
She says she loves him “more than words can express.”
B
She remains completely silent.
C
She says she loves him “according to her bond, no more nor less.”
D
She declares her love is greater than her sisters’.
Cordelia বাড়িয়ে কথা না বলে সৎভাবে জানায় যে, সে বাবাকে ঠিক কন্যার কর্তব্য অনুযায়ী ভালোবাসে, তার বেশি বা কম নয়। এই সততা Lear কে ক্রুদ্ধ করে এবং তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে।

0
Updated: 2 months ago