What is the cause of King Hamlet’s death?
A
Illness
B
Poison poured into his ear
C
A stab wound in battle
D
Suicide
উত্তরের বিবরণ
হ্যামলেটের পিতা ক্লডিয়াসের ষড়যন্ত্রে মারা যায়। ঘুমন্ত অবস্থায় তার কানে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়। এই ঘটনাই পুরো নাটকের মূল সংঘাত তৈরি করে এবং প্রতিশোধের কাহিনিকে সামনে আনে।

2
Updated: 2 months ago
What is the significance of the graveyard scene with the gravedigger?
Created: 2 months ago
A
Reflection on mortality
B
Comic relief
C
Foreshadowing Fortinbras’s arrival
D
Political satire
কবর খননকারীর সঙ্গে কথোপকথনে Hamlet জীবনের অস্থায়িত্ব ও মৃত্যুর অবশ্যম্ভাবিতা নিয়ে গভীর চিন্তা করে। Yorick-এর খুলির মাধ্যমে সে বুঝতে পারে যে মৃত্যু সকলকে সমান করে দেয়, যা নাটকের দার্শনিক দিককে শক্তিশালী করে।

1
Updated: 2 months ago
Why does Macbeth initially hesitate to murder King Duncan?
Created: 3 weeks ago
A
He fears the consequences and moral guilt
B
He doubts the witches’ prophecy
C
He wants to wait for Malcolm
D
He plans to go into exile
ম্যাকবেথ প্রথমে ডানকান হত্যা করতে দ্বিধা অনুভব করেন কারণ তিনি জানেন এটি নৈতিকভাবে ভুল এবং তার প্রভাব মারাত্মক হতে পারে।
হত্যাকাণ্ডের পর প্রজাদের প্রতি বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। ম্যাকবেথের চরিত্রে নৈতিক দ্বন্দ্ব এবং মানবিক ভয় স্পষ্টভাবে প্রকাশ পায়। শেক্সপিয়ার দেখিয়েছেন ক্ষমতার লোভ এবং নৈতিকতার সংঘাত কিভাবে চরিত্রকে প্রভাবিত করে।

0
Updated: 3 weeks ago
Shakespeare's portrayal of Lady Macbeth's sleepwalking scene in Act V formally serves as-
Created: 1 week ago
A
A psychological manifestation of guilt and the breakdown of relationships
B
A prophecy of Macbeth's death
C
A symbolic representation of sanity
D
A foreshadowing of Banquo's ghost
লেডি ম্যাকবেথের sleepwalking scene মূলত তার অন্তর্দ্বন্দ্ব (inner conflict) ও অপরাধবোধের (guilt) বহিঃপ্রকাশ। শেকসপিয়র এই দৃশ্যের মাধ্যমে দেখিয়েছেন কীভাবে অপরাধবোধ ধীরে ধীরে মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় এবং একসময়ের দৃঢ়, উচ্চাকাঙ্ক্ষী নারী শেষ পর্যন্ত ভেঙে পড়ে।
-
প্রথমত, এই দৃশ্য তার মানসিক ভাঙন (psychological breakdown)-এর প্রতীক। "Out, damned spot!" উক্তিটি তার অপরাধবোধের গভীরতা বোঝায় — সে ঘুমের মধ্যেও নিজের হাতে রক্তের দাগ দেখতে পায়, যা আসলে তার অপরাধবোধের প্রতীকী প্রতিফলন।
-
দ্বিতীয়ত, এই পর্বে দেখা যায় Macbeth ও Lady Macbeth-এর সম্পর্কের সম্পূর্ণ ভাঙন। যে উচ্চাকাঙ্ক্ষা একসময় তাদের একত্র করেছিল, সেই উচ্চাকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত তাদের বিচ্ছিন্ন করে দেয়।
-
সর্বশেষে, এটি নাটকের একটি মুখ্য মনস্তাত্ত্বিক পরিণতি (psychological culmination) — যেখানে শেকসপিয়র মানুষের অন্তর্গত অপরাধবোধ কীভাবে আত্মাকে ধ্বংস করে দিতে পারে, তা গভীরভাবে তুলে ধরেছেন।
এইভাবে, Act V-এর এই দৃশ্যটি শুধু নাটকীয় নয়, বরং এক গভীর psychological study of guilt and disintegration of human relationships।

0
Updated: 1 week ago