Why does Othello go to Cyprus after his marriage?
A
To escape Brabantio’s anger
B
To lead the defense against the Turkish fleet
C
To start a new life with Desdemona
D
To meet Cassio
উত্তরের বিবরণ
ওথেলোকে ভেনিসের সেনাপতি হিসেবে সাইপ্রাস পাঠানো হয়, কারণ তুর্কি নৌবাহিনীর হুমকি ছিল। এখানে যুদ্ধের পরিবর্তে প্রেম, ষড়যন্ত্র এবং ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ এগোয়। স্থান পরিবর্তনের মাধ্যমেই নাটকের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়।

0
Updated: 2 months ago
What is the purpose of the play-within-the-play, “The Mousetrap”?
Created: 2 months ago
A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To honor Hamlet’s father
D
To distract from politics
হ্যামলেট নাটকের মধ্যে নাটক আয়োজন করে, যাতে তার পিতার হত্যার ঘটনা অভিনীত হয়। সে দেখে ক্লডিয়াসের প্রতিক্রিয়া কেমন হয়। ক্লডিয়াস বিচলিত হয়ে উঠে গেলে তার অপরাধ প্রমাণিত হয়। এটি নাটকের সত্য প্রকাশের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

1
Updated: 2 months ago
Who is named king after Macbeth’s death?
Created: 2 months ago
A
Fleance
B
Malcolm
C
Macduff
D
Donalbain
ম্যাকবেথ নিহত হওয়ার পর মালকমকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করা হয়। এটি রাজ্যে ন্যায় ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতীকী মুহূর্ত। মালকম শান্তি ও ন্যায়ের প্রতিশ্রুতি দেয়।

1
Updated: 2 months ago
Who wrote "All's Well That Ends Well"?
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.

0
Updated: 2 months ago