A
Othello promises him gold
B
The Duke respects Othello’s military service
C
Brabantio is powerless
D
Desdemona pleads with him
উত্তরের বিবরণ
ডিউক ওথেলোর প্রতি শ্রদ্ধাশীল, কারণ সে ভেনিসের সেনাপতি এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য। ব্র্যাব্যানশিওর অভিযোগ থাকা সত্ত্বেও ডিউক ওথেলোর পক্ষ নেয়। এতে বোঝা যায়, রাষ্ট্রীয় স্বার্থ ব্যক্তিগত আবেগের উপরে স্থান পায়।

0
Updated: 2 weeks ago
Who first greets Macbeth as “Thane of Cawdor”?
Created: 2 weeks ago
A
Banquo
B
Ross
C
Duncan
D
Lennox
যুদ্ধ জয়ের পর Ross রাজা Duncan-এর বার্তা নিয়ে এসে Macbeth-কে “Thane of Cawdor” বলে অভিবাদন জানায়। এটি ডাইনিদের ভবিষ্যদ্বাণীর প্রথম অংশ পূর্ণ করে এবং Macbeth-এর উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে।

2
Updated: 2 weeks ago
What is the significance of Prospero’s breaking of his staff?
Created: 2 weeks ago
A
Loss of power
B
End of magic
C
Forgiveness and reconciliation
D
All of the above
Prospero তার জাদুর দণ্ড ভেঙে ফেলা প্রতীকী কাজ। এটি তার জাদু-ক্ষমতার সমাপ্তি, প্রতিশোধ ত্যাগ, এবং ক্ষমার মাধ্যমে শান্তিতে ফেরার সিদ্ধান্ত প্রকাশ করে। এই দৃশ্য নাটকের থিম—ক্ষমা, মানবিকতা, পুনর্মিলন—কে গভীরভাবে ফুটিয়ে তোলে।

3
Updated: 2 weeks ago
Why does Miranda pity the shipwrecked sailors during the storm?
Created: 2 weeks ago
A
She knows them personally
B
She thinks they are nobles
C
She wants revenge
D
She is naturally compassionate
Miranda ঝড়ের সময় অপরিচিত নাবিকদের জন্য করুণা প্রকাশ করে। তার সহজাত সহানুভূতি নাটকে তার নিষ্পাপ স্বভাব এবং মানবতার প্রতীক। Prospero তাকে বোঝায় যে আসলে তারা মারা যায়নি। এই দৃশ্য মানবিকতা বনাম জাদুকরী নিয়ন্ত্রণের পার্থক্য তুলে ধরে।

1
Updated: 2 weeks ago