Why does the Duke of Venice support Othello against Brabantio’s accusations?
A
Othello promises him gold
B
The Duke respects Othello’s military service
C
Brabantio is powerless
D
Desdemona pleads with him
উত্তরের বিবরণ
ডিউক ওথেলোর প্রতি শ্রদ্ধাশীল, কারণ সে ভেনিসের সেনাপতি এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য। ব্র্যাব্যানশিওর অভিযোগ থাকা সত্ত্বেও ডিউক ওথেলোর পক্ষ নেয়। এতে বোঝা যায়, রাষ্ট্রীয় স্বার্থ ব্যক্তিগত আবেগের উপরে স্থান পায়।

0
Updated: 2 months ago
Othello's tragic flaw is:
Created: 1 month ago
A
Ambition
B
Pride
C
Greed
D
Jealousy
ওথেলোর ঈর্ষা হলো সেই প্রবল আবেগ যা ইয়াগো দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। একবার “green-eyed monster” তার উপর দখল করলে, এটি তাকে এক মহৎ, বাগ্মী সেনাপতি থেকে অযৌক্তিক, হিংস্র এবং মানসিক যন্ত্রণায় ভুগা মানুষে রূপান্তরিত করে।
তার ঈর্ষাই তাকে সকল প্রমাণ ভুলভাবে ব্যাখ্যা করতে, বিশ্বস্ত স্ত্রীর প্রতি সন্দেহ করতে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করতে প্ররোচিত করে। নাটকের দ্বিতীয়ার্ধ মূলত তার ঈর্ষাতাপস্মা ও মানসিক অশান্তিতে নিমজ্জিত হওয়ার চরম চিত্র।

0
Updated: 3 weeks ago
Who says, “I am not what I am”?
Created: 2 months ago
A
Roderigo
B
Othello
C
Iago
D
Cassio
নাটকের শুরুতেই Iago এই লাইনটি বলে। সে জানায় তার ভেতরের পরিচয় আর বাইরের পরিচয় আলাদা। এই উক্তি পুরো নাটকের প্রতারণা, ছলনা ও দ্বৈততার প্রতীক। শেক্সপিয়রের ট্র্যাজেডিতে এটি Iago-র মূল চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ করে।

2
Updated: 2 months ago
Why does Miranda pity the shipwrecked sailors during the storm?
Created: 2 months ago
A
She knows them personally
B
She thinks they are nobles
C
She wants revenge
D
She is naturally compassionate
Miranda ঝড়ের সময় অপরিচিত নাবিকদের জন্য করুণা প্রকাশ করে। তার সহজাত সহানুভূতি নাটকে তার নিষ্পাপ স্বভাব এবং মানবতার প্রতীক। Prospero তাকে বোঝায় যে আসলে তারা মারা যায়নি। এই দৃশ্য মানবিকতা বনাম জাদুকরী নিয়ন্ত্রণের পার্থক্য তুলে ধরে।

1
Updated: 2 months ago