A
He disobeys Othello in battle
B
He insults Desdemona
C
He is involved in a drunken fight
D
He betrays Othello to the Turks
উত্তরের বিবরণ
Iago কৌশলে Cassio-কে মাতাল করে ঝগড়ায় জড়িয়ে ফেলে। ফলে ওথেলো তাকে পদ থেকে অপসারণ করে। এই ঘটনাই পরবর্তী ষড়যন্ত্রের ভিত্তি গড়ে দেয়, কারণ Cassio ডেসডিমোনার সাহায্য চাইলে ওথেলো ভুল করে ভাবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।

0
Updated: 2 weeks ago
Why does Hamlet kill Polonius?
Created: 2 weeks ago
A
As revenge for Ophelia
B
In self-defense
C
To protect Gertrude
D
Mistaken identity
Hamlet Gertrude-এর ঘরে কথা বলার সময় পর্দার আড়ালে আওয়াজ শোনে এবং ভাবে Claudius লুকিয়ে আছে। সে তৎক্ষণাৎ আঘাত করে, কিন্তু পরে দেখে নিহত ব্যক্তি Polonius। এই ভুলে কাহিনি আরও জটিল হয় এবং Laertes প্রতিশোধের পথে যায়।

1
Updated: 2 weeks ago
Who is the first character to see the Ghost in the play?
Created: 2 weeks ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Bernardo
নাটকের শুরুতে প্রহরী Bernardo প্রথমে ভূতকে দেখে, পরে Horatio ও Marcellus-কে দেখায়। এটি নাটকের রহস্যময় পরিবেশ তৈরি করে।

0
Updated: 2 weeks ago
What does Polonius think is the cause of Hamlet’s madness?
Created: 2 weeks ago
A
His father’s death
B
Love for Ophelia
C
Political ambition
D
Guilt
পোলোনিয়াস ভুলভাবে বিশ্বাস করে যে অফেলিয়ার প্রতি হ্যামলেটের ভালোবাসা এবং তার প্রত্যাখ্যানই তার উন্মাদনার কারণ। আসলে হ্যামলেট ভান করছে, কিন্তু পোলোনিয়াস এই ভুল ধারণা পোষণ করে ক্লডিয়াসকে বিভ্রান্ত করে। এটি নাটকের বিভ্রান্তি ও চক্রান্তকে আরও বাড়ায়।

0
Updated: 2 weeks ago