Why is Cassio dismissed from his position as lieutenant?
A
He disobeys Othello in battle
B
He insults Desdemona
C
He is involved in a drunken fight
D
He betrays Othello to the Turks
উত্তরের বিবরণ
Iago কৌশলে Cassio-কে মাতাল করে ঝগড়ায় জড়িয়ে ফেলে। ফলে ওথেলো তাকে পদ থেকে অপসারণ করে। এই ঘটনাই পরবর্তী ষড়যন্ত্রের ভিত্তি গড়ে দেয়, কারণ Cassio ডেসডিমোনার সাহায্য চাইলে ওথেলো ভুল করে ভাবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।

0
Updated: 2 months ago
How does Hamlet escape from the ship to England?
Created: 2 months ago
A
He bribes the captain
B
He swims to shore
C
Pirates attack and free him
D
He is rescued by Horatio
ইংল্যান্ডে যাওয়ার পথে জলদস্যুরা Hamlet-এর জাহাজ আক্রমণ করে। আশ্চর্যজনকভাবে তারা Hamlet-কে ক্ষতি না করে ডেনমার্কে ফিরিয়ে দেয়। এই ঘটনাই Hamlet-কে Claudius-এর ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে প্রতিশোধের সুযোগ দেয়।

0
Updated: 2 months ago
What advice does Polonius give to Laertes before he leaves for France?
Created: 2 months ago
A
“To be, or not to be”
B
“Neither a borrower nor a lender be”
C
“Frailty, thy name is woman”
D
“The rest is silence”
পোলোনিয়াস তার ছেলে লেয়ার্টিসকে নানা উপদেশ দেয়, যার মধ্যে একটি হলো অর্থ ধার না দেওয়া বা ধার না নেওয়া। এটি তার প্রাজ্ঞ কিন্তু অতিরিক্ত নীতিবাদী চরিত্রকে তুলে ধরে।

0
Updated: 2 months ago
Why does Miranda pity the shipwrecked sailors during the storm?
Created: 2 months ago
A
She knows them personally
B
She thinks they are nobles
C
She wants revenge
D
She is naturally compassionate
Miranda ঝড়ের সময় অপরিচিত নাবিকদের জন্য করুণা প্রকাশ করে। তার সহজাত সহানুভূতি নাটকে তার নিষ্পাপ স্বভাব এবং মানবতার প্রতীক। Prospero তাকে বোঝায় যে আসলে তারা মারা যায়নি। এই দৃশ্য মানবিকতা বনাম জাদুকরী নিয়ন্ত্রণের পার্থক্য তুলে ধরে।

1
Updated: 2 months ago