A
Iago
B
Cassio
C
Roderigo
D
Othello
উত্তরের বিবরণ
Iago পুরো নাটক জুড়ে প্রতারণার মাধ্যমে সবার মন নিয়ন্ত্রণ করে। সে বিশ্বস্ত সৈনিকের মুখোশ পরে ওথেলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই প্রতারণা “appearance vs. reality” থিমের মূল কেন্দ্র, যা নাটকের ট্র্যাজিক পরিণতি নির্ধারণ করে।

1
Updated: 2 weeks ago
Which character warns Lear that he is “mad” to give away his crown so early?
Created: 2 weeks ago
A
Fool
B
Kent
C
Albany
D
Gloucester
প্রথম অঙ্কে Kent সাহস করে Lear-কে সতর্ক করে যে এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেওয়া বোকামি। এর ফলে Kent নির্বাসিত হয়।

0
Updated: 2 weeks ago
How does Hamlet die?
Created: 2 weeks ago
A
Stabbed with a poisoned sword
B
Drinks poison
C
Killed by Claudius’s guards
D
Commits suicide
Laertes ও Hamlet-এর দ্বন্দ্বযুদ্ধে Claudius-এর ষড়যন্ত্রে বিষ মাখানো তরবারি ব্যবহার হয়। লড়াইয়ের সময় তারা একে অপরকে আঘাত করে। বিষের কারণে Hamlet মারা যায়, কিন্তু এর আগে Claudius-কে হত্যা করে এবং তার বাবার প্রতিশোধ নেয়।

1
Updated: 2 weeks ago
Why does Caliban hate Prospero?
Created: 2 weeks ago
A
Prospero killed his family
B
Prospero took his wealth
C
Prospero enslaved him
D
Prospero betrayed his love
Caliban প্রথমে Prospero-কে স্বাগত জানিয়েছিল, কিন্তু পরে Prospero তাকে দাসে পরিণত করে। তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাই Caliban প্রতিশোধ ও বিদ্বেষে পূর্ণ। এই সম্পর্ক নাটকে উপনিবেশবাদ ও স্বাধীনতার লড়াইয়ের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।

1
Updated: 2 weeks ago