Why does Othello secretly marry Desdemona at the beginning of the play?
A
To defy Brabantio
B
Because of true love
C
For wealth and power
D
For military advantage
উত্তরের বিবরণ
ওথেলো এবং ডেসডিমোনা প্রেমের কারণে গোপনে বিবাহ করে। ডেসডিমোনা তার বীরত্বের গল্পে মুগ্ধ হয়েছিল এবং ওথেলো তার সহানুভূতিকে ভালোবেসেছিল। সমাজ ও পরিবারের বিরোধিতা এড়াতে তারা গোপনে বিয়ে করে। এভাবেই নাটকের মূল সংঘাত শুরু হয়।

1
Updated: 2 months ago
How is Gloucester punished for his "treason"?
Created: 1 week ago
A
Burned
B
Blinded
C
Branded with a red letter
D
Exiled
Gloucester তার রাজা Lear-কে সাহায্য করেছিল, যা রাজদ্রোহ (treason) হিসেবে গণ্য হয়। এর শাস্তি হিসেবে Cornwall অত্যন্ত নিষ্ঠুরভাবে তার চোখ উপড়ে নেয়। এই ঘটনাটি Shakespeare-এর King Lear নাটকের অন্যতম নির্মম দৃশ্য হিসেবে পরিচিত।
-
Gloucester Lear-কে আশ্রয় ও সাহায্য দিয়েছিল, যা Goneril ও Regan-এর চোখে অপরাধ বলে বিবেচিত হয়।
-
শাস্তিস্বরূপ Cornwall প্রকাশ্যে Gloucester-এর দুই চোখ নির্মমভাবে উপড়ে ফেলে, ফলে সে সম্পূর্ণ অন্ধ হয়ে পড়ে।
-
এই অন্ধত্ব শুধু শারীরিক নয়, বরং প্রতীকীভাবে তার পূর্বের অন্ধ বিশ্বাস ও ভুল বিচারবুদ্ধিরও প্রতিফলন (symbolic blindness)।
অতএব, Gloucester তার “treason”-এর শাস্তি হিসেবে অন্ধ (Blinded) হয়।

0
Updated: 1 week ago
Othello is Shakespeare’s play about-
Created: 2 months ago
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
William Shakespeare রচিত বিখ্যাত tragedy সমূহের মধ্যে অন্যতম হলো Othello । Othello নাটকের প্রধান রচিত্র-Othello ছিলের ভেনিসের সেনাপতি। Othello ছিলেন একজন Moor (উত্তর-পশ্চিম আফ্রিকার আরব ও বার্বার জাতির মিশ্রণ থেকে উদ্ভূত জনগোষ্ঠী)। Othello নিজ স্ত্রী Desdemona-কে সন্দেহপূর্বক হত্যা করে এবং পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে বুকে ছুরি বসিয়ে আত্মহত্যা করে; এর মাধ্যমেই নাটকটি tragedy রূপ লাভ করে।

1
Updated: 2 months ago
Who wounds Cassio in Act 5?
Created: 2 months ago
A
Roderigo
B
Iago
C
Lodovico
D
Montano
Iago-র প্ররোচনায় Roderigo Cassio-কে আক্রমণ করে এবং আহত করে। তবে এই পরিকল্পনার আড়ালে Iago Cassio-কেও সরিয়ে দিতে চায়, যেন তার ষড়যন্ত্র টিকে থাকে।

1
Updated: 1 month ago