A
As a manipulator
B
As a warrior
C
As an obedient and devoted wife
D
As a ruler
উত্তরের বিবরণ
ডেসডিমোনা সাধারণত অনুগত ও বিশ্বস্ত স্ত্রীর প্রতীক হিসেবে উপস্থাপিত। সে ওথেলোকে ভালোবাসে এবং তার প্রতি বিশ্বস্ত থাকে, এমনকি মৃত্যুর মুহূর্তেও স্বামীকে দোষারোপ করে না। এই চিত্র নারীর ভূমিকা ও সমাজের প্রত্যাশাকে প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
What motivates Antonio throughout the play?
Created: 2 weeks ago
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।

1
Updated: 2 weeks ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 3 weeks ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 3 weeks ago
What is Hamlet’s famous soliloquy in Act 3, Scene 1?
Created: 2 days ago
A
“O brave new world”
B
“To be, or not to be”
C
“All the world’s a stage”
D
“Out, out brief candle”
হ্যামলেট জীবনের কষ্ট আর মৃত্যুর শান্তি নিয়ে চিন্তা করেন। তিনি প্রশ্ন তোলেন—বেঁচে থাকা ভালো নাকি মৃত্যুর মাধ্যমে মুক্তি পাওয়া ভালো। এটি তাঁর দার্শনিক দ্বন্দ্ব প্রকাশ করে।

0
Updated: 2 days ago