A
By violence
B
By manipulation
C
By wealth
D
By loyalty
উত্তরের বিবরণ
Iago সরাসরি শক্তি ব্যবহার না করে মানুষের মন নিয়ন্ত্রণ করে। সে ওথেলোর মনে ঈর্ষা জাগায়, Cassio-র দুর্বলতা কাজে লাগায় এবং রডরিগোকে ব্যবহার করে। এই প্রতারণা ও কৌশল তাকে নাটকের চালক করে তোলে। এটি “power through manipulation” থিমকে প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
How does Gloucester realize Edgar is innocent?
Created: 2 weeks ago
A
Regan confesses the truth
B
Edmund admits the lie
C
Edgar reveals himself after Gloucester’s blinding
D
The Fool informs him
চোখ হারানোর পর Gloucester “Poor Tom” এর মাধ্যমে সহায়তা পায়। পরে Edgar তার প্রকৃত পরিচয় জানিয়ে দেয়, যা সত্য উদ্ঘাটন করে।

2
Updated: 2 weeks ago
After reading Macbeth's letter about the prophecies, what does Lady Macbeth fear about her husband's character?
Created: 6 days ago
A
That he is too ambitious and will act rashly.
B
That he is "too full o' th' milk of human kindness" to seize the crown.
C
That he does not truly love her enough to make her queen.
D
That he is a coward who will flee at the first sign of conflict.
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
Machiavellian Character
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Lady Macbeth’s Reaction to the Witches’ Prophecies
-
Moment: Act 1, Scene 5 – right after Lady Macbeth reads Macbeth’s letter about the witches’ prophecies.
-
She delivers a famous soliloquy, analyzing her husband’s character.
-
Lady Macbeth believes:
-
Macbeth is ambitious and desires to be king:
"Glamis thou art, and Cawdor, and shalt be / What thou art promised." -
His fatal flaw is his conscience and innate goodness, which might prevent him from taking the quickest path to the throne.
-
-
She states:
"Yet do I fear thy nature;
It is too full o' th' milk of human kindness
To catch the nearest way."

0
Updated: 6 days ago
Fill in the blank. '____' is Shakespeare's last play.
Created: 3 days ago
A
As You Like It
B
Macbeth
C
Tempest
D
Othello
The Tempest by William Shakespeare
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের শেষ রচনা বা Swan Song।
-
নাটকটি একটি Romantic Comedy, যা ৫টি অঙ্কে বিভক্ত।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
“Tempest” শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঝড় (Violent Storm)।
২. কাহিনি সংক্ষেপ
এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Prospero, যিনি একজন যাদুকর এবং মিলানের বৈধ ডিউক।
-
তার ছোট ভাই Antonio ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়।
-
Prospero তার কন্যা Miranda-কে নিয়ে এক দূরবর্তী দ্বীপে বসবাস শুরু করেন।
-
এখানে তিনি জাদুবিদ্যা শিখে নিয়ন্ত্রণে আনেন দুটি অতিপ্রাকৃত সত্তা—
-
Ariel (আত্মারূপী সহকারী, শুভ শক্তির প্রতীক)
-
Caliban (বিকৃত স্বভাবের, বিদ্রোহী প্রকৃতির, অশুভ শক্তির প্রতীক)।
-
নাটকের শুরুতে দেখা যায়, Prospero তার যাদুবিদ্যা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় (tempest) সৃষ্টি করেন, যাতে তার শত্রুরা—বিশেষ করে Antonio—দ্বীপে এসে পড়ে। এখান থেকেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়।
-
Ariel প্রসপেরোর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
-
অপরদিকে, Caliban প্রসপেরোকে ঘৃণা করে কারণ তাকে দাসত্বে বাধ্য করা হয়েছে। সে প্রসপেরোকে হত্যার ষড়যন্ত্র করে।
৩. প্রধান চরিত্রসমূহ
-
Prospero – Milan এর ডিউক, জাদুকর
-
Miranda – Prospero’র কন্যা, নায়িকা
-
Ariel – আত্মারূপী সত্তা, শুভ শক্তির প্রতীক
-
Caliban – বিদ্রোহী অতিপ্রাকৃত চরিত্র, অশুভ শক্তির প্রতীক
-
Antonio – Prospero’র বিশ্বাসঘাতক ভাই, খলনায়ক
-
Ferdinand – নায়ক, Miranda’র প্রেমিক
-
Gonzalo – সৎ উপদেষ্টা
৪. কিছু উল্লেখযোগ্য উক্তি (Quotations)
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in’t!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
Sources: Britannica.com, SparkNotes, CliffsNotes

0
Updated: 3 days ago