Who loses his reputation after a drunken brawl?
A
Othello
B
Cassio
C
Iago
D
Roderigo
উত্তরের বিবরণ
Cassio মাতাল অবস্থায় ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং ওথেলোর আস্থা হারায়। এতে তার “reputation” নষ্ট হয়। নাটকে সুনামের মূল্য ও কিভাবে তা মুহূর্তে ধ্বংস হয়, এই থিম স্পষ্ট হয়। Iago এই ঘটনাকে কৌশলে ব্যবহার করে।

0
Updated: 2 months ago
What physical punishment does Gloucester suffer for helping Lear?
Created: 2 months ago
A
He is banished from the kingdom.
B
He is branded as a traitor.
C
His eyes are gouged out.
D
He is executed in public.
তৃতীয় অঙ্কে Regan ও Cornwall, Lear কে সাহায্য করায় Gloucester এর চোখ উপড়ে নেয়। এই নিষ্ঠুর কাজ নাটকে নৈতিক অন্ধত্বের প্রতীক এবং ন্যায়-অন্যায়ের ভয়াবহ চিত্র তুলে ধরে।

2
Updated: 2 months ago
Who kills Roderigo?
Created: 2 months ago
A
Othello
B
Cassio
C
Iago
D
Gratiano
Cassio-কে হত্যার ব্যর্থ চেষ্টার পর Roderigo আহত অবস্থায় থাকে। Iago তার ষড়যন্ত্র গোপন রাখতে Roderigo-কে ছুরি মেরে হত্যা করে, যাতে কেউ তার প্রকৃত পরিকল্পনা ফাঁস না করতে পারে।

1
Updated: 2 months ago
What does Gonzalo dream of on the island?
Created: 2 months ago
A
Kingdom without labor
B
Marriage of Ferdinand
C
Killing Prospero
D
Magic staff
Gonzalo দ্বীপে এক আদর্শ সমাজের স্বপ্ন দেখে, যেখানে শ্রম নেই, আইন নেই, এবং সবাই সুখে বসবাস করে। এই কল্পনা ইউরোপীয় ‘ইউটোপিয়া’ ধারণার প্রতিফলন। Gonzalo নাটকে একজন আশাবাদী ও নৈতিক চরিত্র, যার দৃষ্টিভঙ্গি অন্য চরিত্রদের থেকে ভিন্ন।

2
Updated: 2 months ago