How does Iago achieve his goals throughout the play?
A
By violence
B
By manipulation
C
By wealth
D
By loyalty
উত্তরের বিবরণ
Iago সরাসরি শক্তি ব্যবহার না করে মানুষের মন নিয়ন্ত্রণ করে। সে ওথেলোর মনে ঈর্ষা জাগায়, Cassio-র দুর্বলতা কাজে লাগায় এবং রডরিগোকে ব্যবহার করে। এই প্রতারণা ও কৌশল তাকে নাটকের চালক করে তোলে। এটি “power through manipulation” থিমকে প্রকাশ করে।

1
Updated: 2 months ago
Why does Prospero create the masque with spirits for Ferdinand and Miranda?
Created: 2 months ago
A
To warn them of danger
B
To show his power
C
To punish Ferdinand
D
To bless their marriage
Prospero আত্মাদের দিয়ে একটি “মাস্ক” আয়োজন করে, যেখানে দেবী Juno, Ceres, এবং Iris উপস্থিত হয়। এটি Ferdinand ও Miranda-র বিবাহকে আশীর্বাদ করার প্রতীকী অনুষ্ঠান। এই দৃশ্য নাটকে ভালোবাসা, উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।

1
Updated: 2 months ago
Using the concept of double colonization/marginalization, how can Miranda be characterized?
Created: 1 week ago
A
She is a doll in her father's hand
B
She remains an elite till the end
C
She realises she is akin to Caliban
D
She remains nonchalant
Miranda-কে double colonization বা marginalization-এর ধারণা দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, সে একদিকে নারী হিসেবে patriarchal (পিতৃতান্ত্রিক) শাসনের অধীনে, আবার অন্যদিকে ঔপনিবেশিক ব্যবস্থার ভেতরে অবস্থান করছে।
অর্থাৎ, তার ওপর দুটি স্তরে দমন কাজ করছে — এক, নারী হিসেবে বাবার কর্তৃত্বে; দুই, উপনিবেশের শক্তির ভেতরে একজন অধীন ব্যক্তিত্ব হিসেবে।
-
প্রথমত, Prospero-র কন্যা হিসেবে সে পুরুষের ক্ষমতা ও নিয়ন্ত্রণের অধীনে থাকে; তার ব্যক্তিত্ব, চিন্তা ও সিদ্ধান্ত স্বাধীন নয়।
-
দ্বিতীয়ত, যখন সে Caliban-এর অবস্থার সঙ্গে নিজের অবস্থার মিল খুঁজে পায়, তখন সে উপলব্ধি করে যে তাদের দুজনেই নিপীড়নের শিকার—একজন লিঙ্গের কারণে, আরেকজন বর্ণ ও জাতিগত অবস্থানের কারণে।
-
এই উপলব্ধি থেকেই বোঝা যায়, Miranda আসলে শুধু একটি “innocent figure” নয়, বরং একজন সচেতন চরিত্র যে নিজের ও Caliban-এর মধ্যে থাকা shared subjugation চিনতে পারে।
সুতরাং, Post-colonial দৃষ্টিকোণ থেকে Miranda এমন এক চরিত্র, যে নিজের দমন ও Caliban-এর দমন—দুটোকেই একসূত্রে দেখার ক্ষমতা অর্জন করে, যা তাকে কেবল নিষ্পাপ কন্যা নয়, বরং একটি সমালোচনামূলক, আত্মসচেতন সত্তায় পরিণত করে।

0
Updated: 1 week ago
Who kills King Duncan in Macbeth?
Created: 2 months ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Banquo
D
Macduff

1
Updated: 2 months ago